লিয়োনেল মেসির নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিছুতেই চিরপ্রতিদ্বন্দ্বীর নামও সহ্য করতে পারছেন না সিআরসেভ💫েন। আল হিলালের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে লিও মেসির নাম শুনে অশালীন আচরণ করে বিতর্কের মুখে পড়লেন পর্তুগীজ তারকা।
আল হিলালের দর্শকদের মুখে মেসির নাম শুনেই, তাঁদের পুরুষাঙ্গ 🐠দেখিয়ে অশালীন আচরণ করে 🐻নিজের বিপদ ডেকে আনলেন রোনাল্ডো। তাঁর এ হেন নোংরা কর্মে চটে লাল আল হিলালের দর্শকেরা। তাঁরা সহ সেই দেশের একাংশ রোনাল্ডোকে দেশ ছাড়া করার দাবি তুলেছেন।
আরও পড়ুন: আটলেটিকো মাদ্রিদকে ৪-১ ধুলিসাৎ করল জুনিয়র টিম ইন্ডিয়া, বি🍌দেশে সম্💎মানিত ভারতীয় ফুটবল
মঙ্গলবার আল হিলাল বনাম আল নাসেরের ম্যাচ শুরুর আগে থেকেই ‘মেসি, মেসি’ চিৎকার শোনা যাচ্ছিল। আল হিলালের সমর্থকেরা এই চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনেই সহ্য করতে না পেরে মাঠ থেকে বের হওয়ার সময়ে কুরুচিকর কাণ্ড ঘটিয়ে বসেন রোনাল্ডো। এমন 🍒কী নিজের অণ্ডকোষও চেপে ধরেছিলেন তিনি। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা স্পষ্ট।
রোনাল্ডোর এই আচরণে সৌদিজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমনিতেই সৌদি খুবই রক্ষণশীল। তার উপর আবার রমজান মাস চলছে। পবিত্র রমজানে রোনাল্ডোর এ হেন নোংরা কাজ বরদাস্ত করা হবে না বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করেছে সৌদির একাংশ মানুষ। তাঁদের দাবি, রোন🅘াল্ডোকে দেশ থেকে তাড়াতে হবে।
আরও পড়ুন: ক💧লকাতা লিগ এ বার থেকে বিদেশিহীন, I-League-এর দ্বিতীয় ডিভিশনেও খেল𝕴ানো যাবে না বিদেশি
রোনাജল্ডোর ক্ཧলাব আল নাসের অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দিতে এক বিবৃতিতে বলা হয়েছে যে, রোনাল্ডোর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। রোনাল্ডো কোনও সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি। সেই সঙ্গে ক্লাব বলেছে, ‘রোনাল্ডোর চোট রয়েছে এটাই সত্যি। কোনও সমর্থক অন্য কিছু ভাবতে চাইলে ভাবতে পারে।’
এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অত্যন্ত কুৎসিত ভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন๊। রোনাল্ডোর এই ভঙ্গি আরও জঘন্য বলে দাবি করা হচ্ছে। একেই রোনাল্ডো ফর্মে নেই। তার উপর বারবার এ হেন বিতর্কে জড়িয়ে চলেছেন। আল হিলালের বিরুদ্ধে ০-২ হারে রোনাল্ডোর দল। সব কিছু মিলিয়ে চাপে সিআরসেভেন। 🌄সত্যি কি রোনাল্ডোর শেষের শুরু হয়ে গিয়েছে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।