রবিবার কার্যত ‘ডু-অর-ডাই’ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলের সুপার সিক্সে উঠতে গেলে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া কোনও গতি নেই লাল-হলুদ বাহিনীর। তবে শুধু সেই ম্যাচটা জিতলেই হবে না। সুপার সিক্সে টিকিট পেতে গেলে আগামী ১০ এপ্রিল পঞ্জাব এফসির বিরুদ্ধেও জিততে হবে ইস্টবেঙ্গলকে। আর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির। সুপার সিক্সে থাকা বাকি দুটি দলকে (বেঙ্গালুরুকে হারাবে ধরে) পয়েন্ট হারাতে হবে। তবেই পূরণ হবে কার্লেস কুয়াদ্রাতের স্বপ্ন। আপাতত য🍃া পরিস্থিতি, তাতে পাঁচটি দলই প্লে-অফে উঠে গিয়েছে। ষষ্ঠ দল কারা হবে, তা নিয়ে লড়াই চলছে চারটি ক্লাবের মধ্যে।
আইএসএলের পয়েন্ট তালিকা
ইস্টবেঙ্গলের কোন কোন ম্যাচ বাকি আছে?
১) ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফ🦋সি: ৭ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিন✨িট।
২) পঞ্জাব এফসি ব꧒নাম ইস্টবেঙ্গল: ১০ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩🍰০ মিনিট।
চেন্নাইয়িনের কোন কোন ম্যাচ বাকি আছে?
১) চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড: ৯ এপ্রিল, সন্ধ্যা ৭ꦫ টা ৩০ মিনিট💟।
২) এ🌸ফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি: ১৪ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
আরও পড়ুন: I-Leag🐠🅺ue 2023-24 SLFC vs MSC: চ্যাম্পিয়ন মহমেডান! শিলংকে হারাল ২-১ গোলে, উঠল আইএসএলে
নর্থ-ইস্ট ইউনাইটেডের কোন কোন ম্যাচ বাকি আছে?
১) চেন্নাইয়িন এফসি বনাম নর্থ-ইস্ট ইউনা💛ইটেড: ৯ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
২) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ওড়িশা এফসি: ১৩ এপ্রিল, সন্ধ্🍃যা ৭ টা ৩০ মিনিট।
বেঙ্গালুরুর কোন কোন ম্যাচ বাকি আছে?
১) 💯ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি: ৭ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
২) বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান সুপার জা♒য়ান্ট: ১১ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
কোন অঙ্কে আইএসএলের সুপার সিক্সে উঠতে পারবে ইস্টবেঙ্গল?
বেঙ্গালুরু ও পঞ্জাবের বিরুদ্ধে জিতলে ২২ ম্যাচের শেষে ২৭ পয়ে꧃ন্টে পৌঁছাবে ইস্টবেঙ্গল। আপাতত আইএসএলের পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে ওই পয়েন্টে পৌঁছাতে পারে চেন্নাইয়িন, নর্থ-ইস্ট এবং বেঙ্গালুরু। যেহেতু বেঙ্গালুরুর 𝄹সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে গেলে বেঙ্গালুরু আর সেই ২৭ পয়েন্টে পৌঁছাতে পারবে না।
সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল চাইবে যে চেন্নাইয়িন এবং নর্থ-ইস্ট যেন কমপক্ষে একটি ম্যাচে হেরে যায়। তাহলে চেন্নাইয়িন সর্বোচ্চ ২৭ পয়েন্টে পৌঁছাবে। আর সর্বোচ্চ ২৬ পয়েন্টে পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে নর্থ-ইস্ট। আর চেন্নাইয়িনের থেকে যেহেতু গোলপার্থক্যে অনেক এগিয়ে ইস্টবেঙ্গল, তাই দু'দলই ২৭ পয়েন্টে থাকলে বাজিমাত করল🐲ে বাজিমাত করবে লাল-হলুদ বাহিনী।
আরও পড়ুন: PFC 0-1 M꧋BSG Live: দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোল, পঞ্🦩জাব এফসিকে ১-০ হারাল মোহনবাগান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।