অষ্টম আইএসএল-এর প্রথম ম্যাচেই নায়ক উঠেছেন ফরাসি তারকা ফুটবলার হুগো বোমাস। শুক্রবার জোড়া গোল করে এটিকে মোহনবাগানকে মরশুমের প্রথম জয়ের স্বাদ 🍸দিয়েছেন তিনি। শুধু গোল করলেন না, রয় কৃষ্ণ যে গোলটি করলেন তাতে ছিল বোমাসের বড় ভূমিকা। ম্যাচের পরে আইএসএল সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ। তাই কঠিন ছিল। জিতেছি, তিন পয়েন্ট পেয়েছি, 🗹এটাই সবচেয়ে বড় কথা। আমার কাছ থেকে দল গোল চেয়েছিল। একটা নয়, দুটো গোল করেছি। প্রথম ম্যাচ হিসেবে ভালোই হয়েছে। এটিকে মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। কারণ, দল চার গোল দিয়ে জিতেছে, তিন পয়েন্ট পেয়েছি আমরা। মরশুমের শুরুটা দারুণ হয়েছে।’
এটিকে মোহনবাগানের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই সেরার পুরস্কার পেলেন হুগো ꦉবোমাস। প্রথম ম্যাচ বলে কাজটা যে কঠিন ছিল তা তিনি মানছেন। তবে হুগোর নজর এখন শনিবারের ডার্বি দিকে। সেই প্রসঙ্গে বোমাস বলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ হবে। প্রথম ম্যাচে সব কিছু নিখুঁত হয়নি। ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এদিন আমরা দুটো গোল খেয়েছি। আরও বেশি গোল দিতে পারতাম। আমাদের ভুল হয়েছে বলেই এগুলো হয়েছে। বল দখলেও আমাদের বেশি হওয়া উচিত ছিল। এখনও আমাদের অনেক উন্নতি করতে হবে।’
শুক্রবার তিন মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি থেকে আসা ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বোমাস। ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। রয় কৃষ্ণর সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি ✱বলেন, ‘রয়ের সঙ্গে খেলা অভিজ্ঞতা দারুণ। ও গত বছর সোনার বল জিতেছে। ওর জন্য আমারও অনেক সুবিধা হচ্ছে। লিস্টনের গোলটাও অসাধারণ। এই গোলের মাধ্যমে প্রমাণ করল ও কতটা যোগ্য এবং ওর মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।