সব আশা শেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শনিবার হায়দরাবাদ এফসি-র কাছে ১-২ হেরে আইএসএল থেকেই ছিটকে গেল মুম্বই সিটি এফসি। গত বাℱরের💯 লিগ চ্যাম্পিয়নরা এবার আইএসএল তালিকার পাঁচ নম্বরে তাদের অভিযান শেষ করল। এতে সুবিধে পেয়ে গেল কেরালা ব্লাস্টার্স। শেষ ম্যাচ খেলতে নামার আগেই তারা সেমিফাইনালে পৌঁছে গেল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল নিজামের শহরের দলটি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় রোহিত দানুর গোলে এগিয়েও যায় হায়দরাবাদ। এর পর বিরতির আগে ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান বাড়ান জোয়েল চিয়ানেস। বিরতিতে ২-০ এগিয়ে থাকায় চাপে পড়ে যায় মুম্বই সꦿিটি এফসি। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই চালিয়েও বিশেষ সুবিধে করতে পারছিল না মুম্বই। তবে ম্যাচের ৭৬ মিনিটে মুর্তাদা ফল ১-২ করলেও শেষরক্ষা হয়নি।
শনিবারের ম্যাচ জিতে হায়দরাবাদ উঠে এল আইএসএল তালিকার দুই নম্বরে। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এটিকে মোহনবাগান নেমে গেল তিনে। যদিও তাদের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট বাগানের। জামশেদপুর এফসি ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। চারে থাকা কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৩। আর মুম্বই সিটি ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচেই থাকল। এ দিকে লিগ শিল্ড পাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে জামশেদপুর এফসি। আইএসএলের লিগ পর্বের শেষ ম্যাচে আবার জামশেদপুর মুখোমুখি হবে এক নম্বর স্থান দখলের লড়াইয়ে থাকা এটিকে মোহনবাগানের। 💮তবে মোহনবাগানের পক্ষে অঙ্কের হিসেবে মিলিয়ে শীর্ষস্থান দখল করাটা খুবই কঠিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।