কিলিয়ান এমবাপে। তরুন তারকা ফুটবলার। তিনি পিএসজি ছাড়তে চলেছেন এইরকম জল্পনা কিছুদিন আগেই রটে যায় ফুটবল মহলে। তবে সেই বিষয় খারিজ করে দেওয়া হয়। তখনই জানা যায় এমবাপেকে যে দল নেবে তাকে বিপুল পরিমাণে ট্রান্সফার ফ্রি দিতে হবে বলে শর্ত চাপিয়ে রেখেছে পিএসজি কর্তারা। আর যেহেতু ২০২৪ সাল পর্যন্ত এমবাপের চুক্তি রয়েছে পিএসজির জন্য তাই জল্পনা আর বেশি এগোয়নি। ত🦩বে কিলিয়ানের পিএসজি ছেড়ে দেওয়ার বিষয়ে ক্লাবের সভাপতি সম্প্রতি জানিয়েছেন, খালি হাতে তারা এমবাপেকে ছাড়তে রাজি নয়। যা নিয়ে ফের এমবাপের দল ছাড়া নিয়ে জলঘোলা হতে শুরু করেছে।
এক সময় পিএসজিতে ফুটবলাররা সই করার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। সেই পিএসজি এখন ছাড়তে চাইছেন বহু তারকা ফুটবলার। ইতিমধ্যেই লিওনের মেসি পিএসজি ছেড়েছেন। এই মরশুমে তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তিনি তা আর থাকতে চাননি। নেইমারও পিএসজি ছাড়তে চাইছেন বলে কান♏াঘুষো শোনা যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে এমবাপের দল ছাড়া জল্পনা বেশ জোরালো হয়ে ওঠে। তবে তিনি এই মরশুমে দল ছাড়তে পারবে না এটা এক প্রকার ঠিক। আগামী মরশুম পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে পিএসজির সঙ্গে।
কিলিয়ানের দল ছাড়ার বিষয়ে পিএসজির সভাপতি নাসের-আল-🎀 খেলাইফি জানান, যদি কিলিয়ান নতুন চুক্তি করতে রাজি হয় তাহলে দলের কোনও সমস্যা নেই। কিন্তু দল ছাড়তে হলে তাঁকে খালি হাতে ছাড়বে না। তিনি বলেন, 'আমরা বিশ্বের এক নম্বর ফুটবলারকে খালি হাতে ছেড়ে দিতে রাজি নই। ও যদি চুক্তি নবীকরণ করতে চায় আমাদের তাতে কোনও সমস্যা নেই।'
পিএসজি প্রেসিডেন্টের এই মন্তব্যের ফলেই এমবাপের দল ছাড়ার বিষয়টি আরও পালে হাওয়া পেয়েছে। এক প্রকার সঠিক বোঝা গিয়েছে এমবাপের দল ছাড়ার বিষয়টি নিছক জল্পনা নয়। এর আগে কিলিয়ান দলের কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়ে বলেন তিনি আর ক্লাবে থাকতে চাইছেন না। আগামী মরশুমে নতুন করে চুক্তি করার তাঁর কোনও ইচ্ছা নেই। উল্লেখ্য এর আগেও এমবাপের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রিয়াল মাꩵদ্রিদে যোগ দেওয়ার প্রবল সম্ভবনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত প্যারিসের এই ক্লাবেই থেকে যান তিনি। আগামী বছর এমবাপের দলবদলের জন্য অপেক্ষা করতে হবে আগামী মরশুম পর্যন্ত। তবে জল এখন থেকেই গড়াতে শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।