আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে আইএফএ। জানা গিয়েছে আইএফএ নির্দেশ দিয়েছে যে বাধ্যতামূলক ভাবেই চারজন ভূমিপুত্রকে খেলাতেই হবে। জানা গিয়েছে যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত চেয়েছিলেন দলের প্রথম একাদশে ছয়জন ভূমিপুত্র ও পাঁচজন বহিঃর🌠াজ্🍨যের ফুটবলারকে খেলানো হোক। কিন্তু তিন প্রধান ও সঙ্গে কয়েকটি ক্লাব এই মুহূর্তে ছয়জন ভূমিপুত্র খেলানোর বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত চারজন ভূমিপুত্রকেই খেলানোর কথা বলা হয়েছে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘আমরা ক্লাবের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক ভূমিপুত্র জোগাড় করা কঠিন। তাই আপাতত এই মরশুমের জন্য প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলা বাধ্যতামূল🌜ক করা হল। তবে পরীক্ষামূলক ভাবে যদি এই চারজন ভূমিপুত্র নিয়ে কোনও সমস্যা না হয় তাহলে আগামী মরশুমে ⛦এই সংখ্যাটা বাড়বে তা বলাই যায়। লিগের শেষে ফের বৈঠকে বসব এই বিষয়টি নিয়ে।’
এত অল্পসময়ের মধ্যে ২৬টি ক্লাবের পক্ষে সমমানের ভূমিপুত্র জোগাড় করা কঠিন বলে জানিয়েছেন অধিকাংশ ক্লাব কর্তারা। কার্যত এই আপত্তির কাছেই ছয় ভূমিপুত্রের তত্ত্ব থেকে সরে আসেন সচিব। শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে ঠিক করা হয়েছে এই মরশুমে আপাতত চারজন ভূমিপুত্রকে প্রথম একাদশে রাখতে হবে এবং সেটি বাধ্🎐যতামূলক। তবে এই মরশুমে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে লিগের পরে ফের বৈঠকে বসবেন প্রিমিয়ার লিগ খেলা ক্লাব কর্তারা। সেখানে রিভিউ করা হবে। সেই রিভিউতে ফের চার ভূমিপুত্র থেকে সংখ্যাটি বাড়ানোর প্রস্তাব রাখা হতে পারে। এভাবেই ভূমিপুত্র বাড়ানোর পরিকᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚল্পনা রয়েছে আইএফএর।
এদিনের বৈঠকে 𒁃তিন প্রধান-সহ প্রিমিয়ার লিগ খেলা ডায়মন্ডহারবার এফসি, ভবানীপুর, খিদিরপুর, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, সুরুচি সংঘ, আর্মি-সহ একাধিক ক্লাব উপস্থিত ছিল। ম্যাচ ফিক্সিং অভিযোগে সদ্য সাসপেন্ড হওয়া দুই ক্লাব টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ি ক্লাবের কর্তারা বৈঠকে উপস্থিত ছিল না। এদিন আর্মি ক্লাবের পক্ষ থেকেও চারজন ভূমিপুত্র খেলানো নিয়ে প্রাথমিক সম্মতি জানানো হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব।
আরও পড়ুন… ISL 2023-24: ৯ জনের কেরালাকে হারিয়ে ফের প্লে-অফের দরজায় কড়া💦 নাড🐓়তে শুরু করল ইস্টবেঙ্গল
জানা গিয়েছে, সভায় তিন বড় ক্লাবের কর্তারাই আইএফএ কর্তারা প্রথম একাদশে ২ জন ভূমিপুত্র রাখার কথা বলেছিলেন। তাদের যুক্তি ছিল এ𓆏ত অল্প সময়ে এত ভূমিপুত্র জোগাড় করা কঠিন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মরশুমে চার ভূমিপুত্রকে খেলানো হোক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।