শিল্ডকে অন্য উচ্চতায় নিয়ে যেতে এ বার বুন্দেশলিগার প্রথম সারির একটি ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছে আইএফএ। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের থেকে এ🔯মনটাই জানা গিয়েছে। আইএফএ-এর প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছে বুন্দেশলিগার ক্লাবটিও। সরকারি ভাবে কিছু চূড়ান্ত না হলেও মৌখিক সম্মতি পাওয়া গিয়েছে ক্লাবটির থেকেꦅ।
জয়দীপ মুখোপাধ্য💦ায় বলেছেন, ‘বুন্দেশলিগার ক্লাবকে দেখা যাওয়ার সম্ভবনা প্রবল আসন্ন আইএফএ শিল্ডে। শিল্ডের ১২৫তম সংস্করণকে স্মরণীয় করে রাখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হবে যার মধ্যে এটি অন্যতম। কোনও রিজার্ভ টিম নয়, বুন্দেশলিগার প্রথম সারির দলের প্রথম এ🔴কাদশকেই কলকাতা ময়দানে খেলানোর চেষ্টা চালানো হচ্ছে।’
শুধু জার্মান-ই নয়, ব্রাজিল এবং আর্জেন্টিনার দ♌ু'টি দলের কাছে পৌঁছে গিয়েছে আইএফএ-এর প্রস্তাব। এই দুই দে﷽শের মধ্যে যে কোনও একটি দেশের প্রথম সারির টপ ক্লাবকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে আইএফএ।
শিল্ডে দুই হাইপ্রোফাইল বিদেশিඣ দল এবং তিন প্রধানের পাশে খেলতে দেখা যাবে জেলা ফুটবলের সেরা দুই দলকে। অতীতে কখনও জꦡেলার কোনও দল শিল্ডে খেলেনি। এ বারই সেটা প্রথম হতে চলেছে। ২০২২-এর নভেম্বর অথবা ডিসেম্বরে শুরু হবে আইএফএ শিল্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।