বড় চমক দিল বাংলা ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ। সন্তোষ ট্রফিতে বাংলার টানা ভরাডুবি রুখতে এবার আই লিগ জয়ী কোচের উপর ভরসা করছে আইএফএ। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার কোচের দায়িত্ব দেওয়া হল সঞ্জয় সেনের উপর। শেষ কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে ধারাবাহিক ভা💙বে ব্যর্থ হয়েছে বাংলা ফুটবল দল। ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা দল গত বছর মূলপর্বেও কোয়ালিফাই করতে পারেনি। ২০১৬-১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার তাই সঞ্জয় সেনের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হল।
সহকারীদের নাম ঘোষণা হবে কবে?
নভেম্বর থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ভালো ফল করার জন্য নতুন হেড কোচ নিয়োগ করে দিল আইএফএ। আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল বাংলা সিনিয়র পুরুষ দলের দায়িত্ব। শনিবার আইএফএ-র কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সেন। পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর। শনিবার আইএꦚফএ অফিসে কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন… ভিডিয়ো: মহম🌸্মদ শামির অনুশীলনে কে এই খুদে? নไিজের সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তারকা পেসার?
দায়িত্ব নিয়ে কী বললেন সঞ্জয় সেন?
বাংলা দলের দায়িত্ব নিয়ে সঞ্জয় সেন জানিয়েছেন, ‘প্রথমবার বাংলা দলের কোচ হলাম। বাংলা ফুটবল সংস্থার নির্বাচন কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা আমাকে নির্বাচিত করেছেন। এটা আমার কাছে গর্বের বিষয়। ক্লাব কোচিং আলাদা বিষয় তবে রাজ্য দলের প্রশিক্ষক হওয়াটা বিরাট গর্বের। বাংলা ফুটবল দলের যে ঐতিহ্য রয়েছে, সেটা তো রেকর্ড। গত কয়েক বছর সেই সাফল্যটা পাওয়া যায়নি। প্রথম ধাপটা পেরোতে হবে। আগে কোয়ালিফিকেসন রাউন্ড, এরপর মূল পর্ব। আমি আজই খবরটা জেনেছি। এখনও পরিকল্পনা করে উঠতে পারিনি। দ্ꦓরুতই সেটা হবে।’ আরও বলেন, ‘🎐কলকাতা লিগে বেশির ভাগ ম্যাচই আমি দেখার চেষ্টা করেছি। বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। এটা একটা চ্যালেঞ্জ।’
আইএফএ আর কী সিদ্ধান্ত নিল-
গত সন্তোষ ট্রফিতে ভালো ফল করতে পারেনি বাংলা। শুধু গত বছর নয়, কয়েক বছর ধরেই বাংলার অবস্থা সন্তোষ ট্রফিতে ভালো নয়। ৩২ বারের চ্যাম্পিয়ন দল গতবার মূল পর্বে যোগ্যতা অর্জন করতে ဣপারেনি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা দল। তাই দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে। ২০১৪-১৫ সালে ত🐬াঁর কোচিংয়ে আই লিগ জিতেছিল মোহনবাগান। পাশাপাশি সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর।
আরও পড়ুন… ভিডিয়ো: বোল্ড হয়ে যাওয়ার 💜পরেও ব্যাটারকে আউট দিলেন না আম্পায়ার! ক্রিকেটের এ কেমন নিয়ম?
আইএফএ-র ভরসা সঞ্জয় সেন
শুধু আই লিগ নয়, মোহনবাগানকে ফেডারেশন কাপও দিয়েছেন সঞ্জয় সেন। বাংলা তথা ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রচুর। যেখানে গত কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলা। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দল শেষ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে ২০১৬-১৭ সালে। গতবার রঞ্জন চৌধুরীর কোচিংকে মূলপ🅺র্বেও উঠতে পারেনি বাংলা। সেই ব্যর্থতা ভুলতেই সঞ্জয় সেনের উপর ভরসা রাখছে আইএফএ।&n🦂bsp;
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।