সদ্য শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। যুগ্মজয়ী ঘোষণা করা হয়েছে ভারত ও বাংলাদেশকে। বৃহস্পতিবার, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ছিল টুর্নামেন্টের ফাইনাল। নির্ধা♋রিত সময়ে ১-১ ফলাফল হওয়ায়, ম্যাচ গড়ায় 'সাডেন ডেথ' পর্যন্ত এবং সেখানেও মীমাংসা না হওয়ায় অবশেষে টস করা হয়। তাতে জয় পান ভারত, কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ এবং ফের সাডেন ডেথের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত এই সিদ্ধান্তে রাজি না হওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা ཧহয়।
এই সিদ্ধান্তে রীতিমত চোটে যান ভারতꦚীয় দলের কোচ শুক্লা দত্ত। সংবাদ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানা গিয়েছে, নিজে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় দলের কোচ। এবং দাবি করেন যে প্রাপ্য ট্রফি থেকে বঞ্চিত হয়েছে দলের মেয়েরা। এখানেই শেষ নয়, ভারতীয় দলের কোচ আরো জানিয়েছেন যে ট্রফি নেওয়ার সময় তাঁর উপস্থিত থাক🌳ার ইচ্ছা একেবারেই ছিল না।
শুক্লা দত্ত বলেন, 'দেখুন এই সিদ্ধান্ত একেবারেই মেনে নেওয়া যায় না। আমাদের মেয়েরা লড়াই করে ট্রফি পাওয়া সত্ত্বেও তা থেকে তাদের বঞ্চিত করা 🐼হয়েছে। এক কথায় আমি এটাই বলবো যে প্রাপ্য ট্রফি কেড়ে নেওয়া হয়েছে। জয়ী ঘোষণা করার পরও ট্রফি ভাগ করে নিতে হচ্ছে এটা একেবারেই বরদ🌳াস্ত হচ্ছে না। সত্যি বলতে গেলে আমার ট্রফি নিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না। শুধু আমাদের মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি ট্রফি নিতে যাই। আমরা আজ বাংলাদেশের তুলনায় অনেক ভালো ফুটবল খেলেছি। জয়টা আসলে আমাদেরই হয়েছিল।'
এরপরই ভারতীয় দলের কোচকে প্রশ্ন করা হয় টসের সিদ্ধান্তে বাংলাদেশের আপত্তি না জানানোর প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে শুক্লা দত্ত বলেন, 'একেবারেই ঠিক কথা বলেছেন আপনি। যখন বলা হলো যে টসের মাধ্যমে ফল ঘোষণা করা হবে তখন ওরা একটুও আপত্তি জানায়নি। আমাদের পাশে দাঁড়িয়েই সবকিছু হলো। কিন্তু যেই টস শেষ হয়ে গেল, তখন ওদের সব আইন মনে পড়ল। এবার যদি উল্টোটা হত। যদি বাংলাদেশ ম্যাচটা জিততো তাহলে ওরা এত নিয়ম মানতো না। এছাড়া আমাদের কোনও কথাই শুনতোনা। আর সত্য✃ি বলতে গেলে যদি টসে আমরা হারতাম তাহলে আমরা বিন্দুমাত্র প্রতিবাদ জানাতাম না। নিয়মে যদি এগুলো লেখা থাকে তাহলে আমরা প্রতিবাদ কেন জানাতে যাব?'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।