শেষ কবে ভারতীয় ফুটবল দলের কোচ নিজেদের প্রথম ম্যাচের পরই এমন বাস্তব সত্য বলেছেন তা মনে করতে পারছে না ফুটবলমহল। ফিফা ক্রমতালিকায় ভারতীয় ফুটবল দলের ধারে কাছে না থাকা মরিশাসের বিপক্ষেও জিততে পারেনি মনবীর-থাপারা। আর ম্যাচের পর দলের বিশ্রী খেলায় বিরক্ত ভারতীয় দল❀ের কোচ যে কথাটা বলে দিলেন তাতে ভারতীয় ফুটবলপ্রেমীরা একটা বিষয় স্বস্তি পেতে পারেন যে ম্যানোলো মার্কোয়েজ অন্তত আগের কোচের মতো ওই পদের জন্য আসেননি, বরং কিছু করে দেখাতেই এসেছেন।
সেই কারণেই রাখঢাক 🎐না রেখেই রুঢ় সত্যটা কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচের পরই বলে দিলেন ম্যানোলো। ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসের সঙ্গে ড্র করার পর ম্যানোলোর প্রতিক্রিয়া শুনে নিশ্চয় খুব একটা ভালো লাগবে না তাঁর দলের ফুটবলারদের। যদিও তিনি আশা দেখছেন সিরিয়ার বিপক্ষে দল ভালো খেলবে।
♑আরও পড়ুন-ব𒊎ুড়ো হাড়ে ভেল্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…
১৭৯ নম্বরে থাকা মরিশাসের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলকে দুদিন অনুশীলন করিয়েছেন নতুন হেড কোচ ম্যানোলো মার্কোয়েজ। মরিশাসের সঙ্গে গোলশূন্যভ༒াবে ম্যাচ শেষ করেছে ভারত। নিচের সারীর এই দলের বিরুদ্ধেও স্ট্রাইকারের অভাব ব্যাপকভাবে টের পেয়েছে ভারতীয় ফুটবল দল। সুনীলের অনুপস্থিতিতে দলে পজিটিভ স্ট্রাইকারের অভাব প্রকটভাবেই দেখা দিয়েছে।
আরও পড়ুন-গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিসে রূপক🐟থা লিখলেনꩲ শীতল দেবী…
মাঝমাঠে জিকসন, আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা বল ভালো কন্ট্রোল করে খেললেও পেনিট্রেটিভ জোনের খুব একটা কাছাকাছি আসতে পারেননি তাঁরা। পাঁচটি শটের মধ্যে একটি শট ছিল গোলমুখী, অন্যদিকে মরিশাসও একবার অমরিন্দর সিংয়ের পরীক্ষা নেয় গোলের নিচে⛎। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপার ক্রস কানেক্ট করতে পারেননি মনবীর সিং। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করে ম্যানোলো চেয়েছিলেন গোল পেতে। ♏৭৪ মিনিটে নন্দকুমার সুযোগ পেয়ে গেলেও তিনি কিছুটা দ্বিধাগ্রস্থ ছিলেন শট নেওয়ার ক্ষেত্রে, তাতেই সুযোগ পেয়ে যায় মরিশাসের ডিফেন্স। ফাইনাল থার্ডে সুনীলের পরিবর্তে ভারতের ভরসা কে হবেন সেটা খুঁজে নেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে ম্যানোলোর কাছে।
ম্যাচ শেষে ভারতের স্প্যানিশ বস তো বলেই দিলেন, ‘দর্শকদের জন্য এই ম্যাচ একদমই বোরিং ছিল। কিন্তু যেটা ভালো দিক সেটা হল, এর থেকে খারাপ আমরা আর খেলতে পারব না। এটা পরিষ্কার যে কয়েকজন ফুটলবলারের কাছে এটা প্রাক মরশুম খেলার মতো♍ ছিল। ইতিহাস বলছে ভারতের শারীরিকবাবে কিছু সমস্যা রয়েছে, তবে আমরা এখান থেকে শুধু উন্নতি করতে পারব। তাই আমি আশা করছি সিরিয়া ম্যাচে এর তুলনায় ভালো ফুটলল উপহার দেব’।
৯ সেপ্টেম্বর সোমবার ভারতীয় দল এই প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ফিফা ক্রমতালিকায় ওপরের দিকে🧔 থাকা সিরিয়ার বিপক্ষে। তাঁর আগে মরিশাসের বিপক্ষে ড্র প্রশ্ন তুলে দিল, বর্তমান ভারতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের যোগ্যতা নিয়েই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।