ইরানে মহিলাদের স্বাধীনতা এবং সমানাধিকা💛রের দাবিকে সমর্থন করেছিলেন। শাসকের নির্মমতা, অত্যাচার এবং দমন-পীড়নের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সরকারের চোখে যা অপরাধ। সেই কারণে ২৬ বছর বয়সি প্রাক্তন ফুটবলার আমির নাসর-আজাদানির ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপের মঞ্চে ইরানে মহি💞লাদের উপর হয়ে চলা অত্যাচারের প্রতিবাদ করেছিলেন সেই দেশের ফুটবলাররা। প্রথম ম্যাচে তাঁরা জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি। সেই নিয়ে তীব্র সমস্যার ঝড় বয়ে গিয়েছে। সরকারের চাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য জাতীয় সঙ্গীতে গলা মেলান দলের সব ফুটবলাররাই। এ বার জানা গিয়েছে, আমির নাসর-আজাদানিকে ফাঁসি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ কথা কানে যেতেই তীব্র বিরোধিতা করেছে পেশাদ🔜ার ফুটবলারদের সংস্থা ফিফপ্রো।
এই ফুটবলারের বিরুদ্ধ♔ে ১৭ নভেম্বর কর্নেল ইসমাইল চেরাগি এবং ২ নিরাপত্তারক্ষীকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। যে অঞ্চলে কর্নেল চেরাগি এবং নিরাপত্তাবাহিনীর ২ সদস্যকে হত্যা করা হয়, তখন সেখানে ছিলেন না আমির। কিন্তু তার পরেও এই ঘটনার জন্য তাঁর সাজা꧅ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ক্রোটদের বিরুদ্ধে বিশেষ প্রস൲্তুতি মেসিদের? আর্জেন্তিনার অনুশীলের ভিডিয়ো ফাঁস
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, ২০ নভেম্বর সরকারি টেলিভিশন চ্যানেলে হাজির করানো হয় আমিরকে। তাঁকে দিয়ে অপরাধ স্বীকার করানোও হয়। এর পরেই তাঁর সাজা ঘোষণা করা হয়েছে। কবে এই সাজা কার্যকর হবে, সেটা এখনও🅰 জানা যায়নি। এই খবর প্রকাশ্যে আসার পরেই তীব্র বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।
আরও পড়ুন: বাস্তবতার ত♌িনটি দিক- WC থেকে ছিটকে যাওয়ার পর রোনাল্ডোর রহস্যময় পোস্ট ঘিরে চাঞ্চল্য
ইরানের একটি ওয়েবসাইট জানিয়েছে, আমির নাসের-আজাদানি এবং আরও দুই ব্যক্তিকে জোর করে সরকার পরিচালিতꦰ একটি টিভি চ্যানেলে হাজির করে অপরাধের জন্য ক্ষমা চাꦛইতে বাধ্য করানো হয়েছে। তাতেও শাস্তি কমছে না।
তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদ ইরানে এখনও দেশজুড়ে হিজাব-বিরোধী প্রতিবাদ চলছে। সে রকমই একটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন আমির। স্থানীয় মানুষের সঙ্গে সংঘর্ষে ইরানের সেনাবাহিনীর কলোনেল এস্মায়েল চেরাঘি এবং আরও দুই সেনার মৃত্যু হয়। সেই মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে আমিরকে। এর প্রতিবাদ জানিয়ে ফিফপ্রো ✨টুইট করে লিখেছে, ‘মহিলাদের অধিকার এবং স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর অপরাধে পেশাদার ফুটবলার আমির নাসের-আজদানি ইরানে মৃ🅺ত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে, এটা জানতে পেরে আমরা প্রচণ্ড অবাক। আমরা আমিরের পাশে রয়েছি এবং তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।