হাড্ডাহাড্ডি, উত্তেজক, ইতিহাস সৃষ্টিকারী, শনিবার ফাতোরদার ময়দানে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের ডার্বির ক্ষেত্রে এই তিনটি বিশেষণই যথোপযুক্ত। রোমহর্ষক ম্যাচে ইনজুরি টাইমে কিয়ান নাসিরির জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ🦩্বীর বিরুদ্ধে আইএসএলে ১০০ শতাংশ রেকর্ড বজায় রাখল সবুজ মেরুন।
ম্যাচে পিছিয়ে থাকা মোহনবাগানের হয়ে দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট হিসাবে নেমে হ্যাটট্রিক করেই খেলা ঘুরিয়ে দেন, ইস্টবেঙ্গল কিংবদন্তি জামশেদ নাসিরির পুত্র কিয়ান। ২১ বছর বয়সী তরুণের কঠোর পরিশ্রম স⛦াফল্য এনেছে, স্বভাবতই খুশি দলের কোচ। ম্যাচের পর ফেরান্দো ব💯লেন, ‘আমি কিয়ানের জন্য ভীষণ খুশি, কারণ ও অনুশীলনে কঠোর পরিশ্রম করে। একটু একটু করে ও নিজের উন্নতি ঘটাচ্ছে। আজকে কঠিন পরিস্থিতিতে ওকে আমরা স্ট্রাইকারের ভূমিকায় সাবস্টিটিউট হিসাবে মাঠে নামাই। ও একজন তরুণ ফুটবলার এবং তরুণরা সাফল্য পেলে আমি সবসময় খুশি হই।’
ম্যাচে ডেভিড উইলিয়ামস গুরুত্বপূর্ণ 🐷সময়ে পেনাল্টি মিস করলেও গোটা ম্য়াচ জুড়ে তাঁর পারফরম্যান্𒁏সে সন্তুষ্ট ফেরান্দো। ৩৮১তম ডার্বি জয়টা সমর্থকদেরই উৎসর্গ করেন সবুজ মেরুন। ‘গত কয়েকদিনে প্রচুর সমর্থকরা এই ম্যাচ ঘিরে আমাদের বার্তা পাঠিয়েছে। এই জয়টা ওদের জন্য। আমি এই ম্যাচ ঘিরে আবেগের বিষয়ে অবগত। ওরা নিশ্চয়ই তিন পয়েন্ট পেয়ে খুশিই হবেন।’ জানান সবুজ মেরুনের স্প্যানিশ।
পাশাপাশি দলের কর্ণধার সঞ্জীব গোয়াঙ্কার জন্মদিনে ডার্বি জয় উপহার দিতে পেরে বেশ সন্তুষ্ট ফেরান্দো। এই বিষয়ে তিনি বলেন, ‘আজ আমাদের কর্ণধারের জন্মদিন। আমার মনে হয় উনি এই মুহূর্তে ভীষণ খুশি হবেন। আমাদের সামনে এখনও নয়টি ম্যাচ (গ্রুপ পর্বের) রয়েছে। মুম্বই এবং হায়দরাবাদ খুবই ভাল দল এবং আমার মনে হয় এই জয় দলের ফুটবলারদের আত্মবিশ্বাস জোগাবে।’ ডার্বির জয়ের সঙ্গে সঙ্গেই একেবারে আট থেকে এক লাফে লিগ তালিকায় প্রথম চারে প্রবেশ করেছে সবুজ মেরুন। লিগ লিডার হায়দরাবাদের থেকে দুই ম্যাচ কম খেলে চার পয়েনꦜ্ট পিছনে রয়েছে তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।