এ মরশুমের আইএসএলের গ্রুপ পর্বের খেলা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। গ্রুপ পর্ব শেষ হতে আর মাত্র কয়েকটি 🧸ম্যাচই বাকি রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ফ꧂ুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের তরফে চলতি মরশুমের নক আউট পর্বের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল।
এ বারের আইএস গ্রুপ পর্ব শেষ হচ্ছে ৭ মার্চ। তার চারদিন পরেই শুরু হবে দুই লেগের সেমিফাই🏅নাল। এবারের সেমিফাইনালে ‘অ্যাওয়ে গোল’র নিয়ম থাকছে না। দুই লেগ মিলিয়ে যে দল সবচেয়ে বেশি গোল করবে, সেই দলই ফাইনালে নিজেদের জায়গা পাকা করব। দুই লেগ সেমিফাইনাল শেষে রেকর্ড চতুর্থবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এ মরশুমের আইএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। এক নজরে দেখে নিন এ বারের আইএসএল নকআউট পর্বের সূচি।
হিরো আইএসএল ২০২১-২২ মরশুমের সেমিফাইনাল ও ফাইনালের সূচি:
১১ মার্চ, শুক্রবার – প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ)
১২ মার্চ, শনিবার – দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ)
১৫ মার্চ, মঙ্গলবার – প্রথম সেমিফাইনা🌳ল (🤪দ্বিতীয় লেগ)
১৬ মার্চ, বুধ💟বার – দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)
২০ মার্চ, রবিবার – ফাইনাল
এ বারের আইএসএল অন্যান্য বারের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হচ্ছে। নক আউট এখনও নয় দলের যাওয়ার সম্𝔍ভাবনা রয়েছে। প্রথম পাঁচ দলের মধ্যেও পয়েন্টের ব্যবধান মাত্র চার। তাই নক আউটে পৌঁছানোর শেষ মুহূর্তের লড়াইটা একেবারে জমজমাট হতে চলেছে। গ্রুপ পর্বের পরে অবশ্য যে দল লিগ তালিকায় এক নম্বরে থাকবে, আইএসএল শিল্ড জয়ের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও সেই দলই সুযোগ পাবে।
প্রসঙ্গত, এসসি ইস্টবেঙ্গল নক আউটের লড়াই থেকে ছিটকে গেলেও, কলকাতার আরেক প্রধান ✃এটিকে মোহনবাগান নক আউটে পৌঁছানোর পাশাপাশি, এ মরশুমের আইএসএল শিল্ড জয়েরও বড় দাবিদার। বর্তমানে তারা লিগ লিডার হায়দরাবাদ এফসির সঙ্গে সমসংখ্যক পয়েন্ট (২৯) নিয়ে গোল পার্থক্যের জেরে দ্বিতীয় স্থানে থাকলেও, নিজামের শহরের দলের থেকে এক ম্যাচ কম খেলেছে সবুজমেরুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।