হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে হারের পর সংক্ষিপ্ততম সাংবাদিক বৈঠক করলেন ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। হেরে গেলেও দলের পাশেই রয়েছেন তিনি। তবে মনে করেন, এই ম্যাচ থেকে অন্তত এক পয়ꦿেন্ট পাওয়া উচিত ছিল তাদের। সুযোগ হাতছাড়া করার মাশুলই যে দিতে হল ইস্টবেঙ্গলকে, তাও স্বীকার করে নেন তিনি। দেড় মিনিটের প্রশ্নোত্তর পর্বে কী বললেন কনস্টান্টাইন, দেখে নিন এক নজরে:
আরও পড়ুন: গোল করতে না পারার খেসারত, হায়দরাবাদের কা🍸ছে হারল লাল-হলুদ
প্রশ্ন: এই হার নিয়ে কী বলবেন?
স্টিফেন: এই ম্যাচ থেকে আমাদের অন্তত এক পয়েন্ট প্রাপ্য ছিল। হায়দরাবাদ রান অফ প্লে-র বিরুদ্ধে গোল করেছে। দ্বিতীয়ার্ধে ওরা যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আমাদের পারফরম্যান্সের মান খারাপ ছিল না। তবে আমরা দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভালো খেলতে পারিনি। এটাই ফুটবল।🅠 আমাদের ছেলেরা যথাসাধ্য লড়াই করেছে। নিজেদের উজাড় করে দিয়েছে। যে দল লিগ টেবলের উপরে রয়েছে, সেই দলের বিরুদ্ধে ৫৫-৬০ মিনিট ভাল খেলাই যথেষ্ট নয়। এই হারে অবশ্যই হতাশ। তবে আমাদের দলের ছেলেরা খারাপ খেলেনি।
আরও পড়ুন🅷: বুমোসের গোলে ঘরের মাঠে ১-০ জিতল এটিকে মোহনবাগান
প্রশ্ন: প্রথমার্ধের শেষ মিনিটে ক্লেটন সিলভা যে সুযোগ হাতছাড়া ꦯকরেন, তাতেই কি ম্যাচের ছবিটা পাল্টে যায় ဣবলে মনে করেন?
স্টিফেন: অবশ্যই। গোলকিপারের স♉েভ ছিল না ওটা। (ক্লেটন) গোল করতে পারেনি। ওই সময় সম্ভবত ওর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। এ রকম সুযোগ পেলে দশ বারের মধ্যে হয়তো ন’বারই গোল পেত। ✃সাধারণত ও এ রকম মিস করে না। ও তো মানুষ। এ রকম ভুল হতেই পারে। ওই গোলটা হলে ম্যাচের ছবিটা অবশ্যই অন্য রকম হত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।