লিগ টেবল🉐ের শীর্ষে থাকা ওড়িশা এফসিকে হারাতে পারল না ইস্টবেঙ্গল এফসি। ২-১ জিতল ওড়িশা।
FULL-TIME- ২-১ জিতল ওড়িশা
শেষ পর্🔴যন্ত জিততে পারল না ইস্টবেঙ্গল। ম্যাচের ৩২ সেকেন্ডে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ঘরের মাঠে নিজেদের জয়ের ধারা ধরে রাখল ওড়িশা।
শেষ ৯০ মিনিট, ৬ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ হয়েছে, ৬ 🔜মি🦂নিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
৮৮ মিনিট- অমরিন্দরের দারুণ সেভ
মহেশ দারুণ একটা শট নিয়েছিলেন, তবে বল গিয়ে অমরিন্দরের হাতে🥃 লাগে ও সেভ হয়।
৮৫ মিনিট- মাঠে এলেন খাবরা
রাকিপকে বসিয়ে খাবরাকে মাঠে নামানো হয়েছে।
৮০ মিনিট- এখনও ২-১ এগিয়ে ওড়িশা
ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল
ম্যাচের ৭০ মিনিট
ইস্টবেঙ্গল এখনও প🦹াঁচটা হলুদ কার্ড দেখেছে, ওড়িশা দেখেছে ২টো হলুদ কা꧒র্ড।
৬৮ মিনিট- দুই দলের দুটো পরিবর্তন
ইস্টবেঙ্গলের তরফ থেকে নন্দকুমার ও নিশু এলেন। মাঠের বাইরে গেলেন মন্দার ও 𝕴বিষ্ণু। অন্যদিকে ওড়িশার অনিকেত ও ফল এলেন, মাঠের বাইরে গেলেন গাহলোট ও মরিসিও।
গোললললল….২-১ এগিয়ে গেল ওড়িশা
জাহু কর্ণার করেন। 💯সেখানে তিনি প্রথম পোস্টে নীচু বল রাখেন এবং প্রিন্সট🐬ন বলের কাছে পৌঁছে যান। সেখান থেকেই ম্যাচের ৬১ মিনিটে ফল ২-১ করে ওড়িশা।
৬০ মিনিট, ওড়িশা: ১- ইস্টবেঙ্গল: ১
এখন দুই দ🌃ল দ্বিতীয়ার্ধে কোনও গোল পায়নি। তবে গোলের খোঁজে লড়াই চালাไচ্ছে দুই দল।
ইস্… এটা কি মিস করল ইস্টবেঙ্গল
ম্যাচের ৫০ মিনিটে ক্লেটন সিলভার কাছে গোল করার সুযোগ চলে এসেছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেনꦬ ক্লেটন।
দুই দলই কিছু পরিবর্তন করল
ইস্টবেঙ্গলে সৌভিক এলেন অজয় ছেত্রীর জায়গায় এলেন। সুহেরের জায়গায় মহেশও মাঠে নামলেন। ওড়িশার ছেত্𝔉রীর জায়গায় ভিগনেশ মাঠে নামলেন।
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে দ্বিতীয়ার্ধ
কোন দিকে গড়াবে শেষ ৪৫ মিনিটের খেলা
শেষ প্রথমার্ধ
প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছꦬে। ম্যাচের ৩২ মিনিটে পিভি বিষ্ণুর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরে বারবার আক্রমণ চালিয়েছিল ওড়িশা। শেষ পর্যন্ত পেনাল্টি আদায় করে ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান মরিসিও।
৩ মিনিটের অতিরিক্ত সময়
শেষ হল ৪৫ ম🍨িনিট, ৩ মিনিট অতিরিক্ত স🥂ময় দেওয়া হল। এর মাঝেই ক্লেটন সিলভা দারুণ একটা আক্রমণ করেছিলেন।
হলুদ কার্ড দেখল ইস্টবেঙ্গলের দুই ফুটবলার
ইস্টবে🅠ঙ্গলের গোল রক্ষক গিল হলুদ কার্ড দেখার পরে অজয় ছেত্রীও কার্ড দেখꦿেন। অজয় পরের ম্যাচ খেলতে পারবেন না।
বাতিল হল রয় কৃষ্ণের গোল
৪২ মিনিটে ফের ই🎃স্টবেঙ্গলের গোলের মুখ খুলে দিয়েছিলেন রয় কৃষ্ণ। তবে অফ সাইডের জন্য বাতিল হয়ে গেল গোল। খেলার ফল ১-১
গোল শোধ করল ওড়িশা
পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরাল মরিসিও।
পেনাল্টি পেল ওড়িশা
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি আদায় করল ওড়িশা।
চোট পেয়েছেন ক্লেটন সিলভা
পুইতিয়ার সঙ্গে কেল্টনের চার্জ, মাঠে প🧸ড়ে রয়েছেন ক্লেটন। হলুদ কার্ড দেখলেജন ক্লেটন সিলভা।
৩০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল- ড্রিঙ্কস ব্রেক
নরেন্দ😼র দারুণ একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন।
২৭ মিনিট, সুহের দেখলেন ম্যাচের প্রথম হলুদ কার্ড
বারবার আক্রমণ করছে ওড়িশা। বল পজিশন থেকে♋, পাস দেওয়া সবেতেই এগিয়ে ওড়িশা, তবে এখনও ১-০ এগিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছে ইস্টবে𒁃ঙ্গল।
২০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
দারুণཧ সেভ দিলেন ❀গিল। ওড়িশার ফুটবলাররা ইস্টবেঙ্গলের গোলের দেখা পেয়ে গিয়েছিলেন, তবে গিল তাদের আশায় জল ঢেলে দিলেন।
১৫ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলছে। রয় কৃষ্ণা জোড়ালো শট মেরে ইস্টবেঙ্গলের রক্ষকে ভাঙতে চেয়ে🦩ছিলেন, কিন্তু গিলের সামনে সেই চেষ্টায় ব্যর্থ হয়ে যান।
১০ মিনিট, ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল
মিডফিলꦡ্ডে বিষ্ণ൲ুকে দারুণ মনে হচ্ছে এবং তিনি দ্বিতীয় গোলের খোঁজ চালাচ্ছেন। সমতায় ফিরতে মরিয়া রয় কৃষ্ণরা।
৩২ সেকেন্ডের গোল! কেমন ছিল বিষ্ণুর স্কোর
কলিঙ্গা স্টেডিয়ামে শুরুটা অসাধারণ হল। বিষ্ণু ܫমাত্র ৩২ সেকেন্ডে জাল খুঁজে পেয়েছেন। বিষ্ণু একটি থ্রো-ইন গ্রহণ করেন এবং একটি দারুণ দৌড় নেয়। তিনি ওড়িশার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতর চলে যান এব𝕴ং অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
গোললললল
প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে গেল ইস্টব🌸েঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন বিষ্ণু।
দেখে নিন দুই দলের হেড টু হেডের লড়াই
আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এফসি-র মধ্যে যে স🌄াতবার দেখা হয়েছে, তার মধ্যে তিনবার ফুটবলপ্রেমীরা দেখেছেন গোলের ফোয়ারা। এই ছ’🌳বারের মুখোমুখিতে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওড়িশা ২২ গোল করেছে। ওড়িশা জিতেছে পাঁচবার, ইস্টবেঙ্গল একবার, আর চলতি মরশুমের প্রথম মুখোমুখিতে একমাত্র ড্র হয় গোলশূন্য অবস্থায়।
দল ঘোষণা করল ওড়িশা এফসি
দলে কামব্যাক করছেন নরেন্দর।
দল ঘোষণা করল ইস্টবেঙ্গল
মান্দার, সুহেররা𝓀 এদিন প্ಌরথম একাদশে জায়গা করে নিয়েছেন।
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এ🌠ফসি-র মধ্যে যে🎉 সাতবার দেখা হয়েছে, তার মধ্যে তিনবার ফুটবলপ্রেমীরা দেখেছেন গোলের ফোয়ারা। এই ছ’বারের মুখোমুখিতে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওডিশা ২২ গোল করেছে। ওডিশা জিতেছে পাঁচবার, ইস্টবেঙ্গল একবার, আর চলতি মরশুমের প্রথম মুখোমুখিতে একমাত্র ড্র হয় গোলশূন্য অবস্থায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।