চলতি আইএসএলে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে গড়ে ফেলেছে মোহনবাগান। আইএসএলে এর আগে এই ঘটনা🥀 ঘটেনি। ঘরের মাঠে ওড়িশা এফসি-র কাছে লজ্জার হারের জেরে এএফসি কাপ থেকে বিদায় নেওয়ার পর আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান। প্রসঙ্গত, এএফসি কাপে পরপর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ও𝓀ড়িশায় হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে ফের পুরনো ছন্দে সবুজ মেরুন ব্রিগেড। গোল করেন ব্রেন্ডন হ্যামিল এবং আশিস রাই। ম্যাচের ৮৫ মিনিটে সাহালের থ্রু ধরে ডান পায়ের কোনাকুনি শটে সেকেন্ড পোস্টে রাখেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। ইনজুরি টাইমে হুগোর শট বাঁচায় হায়দরাবাদ গোলকিপার। ফিরতি বলে ব্যবধান বাড়ান আশিস। দুই ডিফেন্ডারের গোলে জয়ে ফেরে সবুজ মেরুন।
ম্যাচের পর সন্তুষ্ট মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল আমাদের। কারণ, হায়দরাবাদ গত তিনটি ম্যাচে ক্রমশ অনেক উন্নতি করেছে। ওরা কঠিন প্রতিপক্ষ। আমাদের জায়গা তৈরি করা কঠিন হয়ে ওঠে। তা ছাড়া আমাদের ছেলꦇেরা মানসিক ভাবেও চাপে ছিল। হায়দরাবাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ, ওদের𒁏 এটা হোম ম্যাচ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষে আমরা জায়গা তৈরি করতে পেরেছি, ভালো খেলেছি, জিতেছি। সেই জন্য আমি খুশি।’
এএফসি কাপের ব্যর্থতার পর যে এই ম্যাচে ফোকাস বজায় রাখতে পেরেছেন তাঁর ফুটবলাররা, তার প্রশংসা করে ফে✨রান্দো বলেন, ‘আমার কাছে দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। গত সোমবার একটা হতাশাজনক হারের পর শনিবার একটা কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতা সহজ কাজ ছিল না। প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি, স্বীকার করতেই হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। এএফসি কাপে গত ম্যাচের আগেই আমরা বসুন্ধরার ম্যাচের ফল জানতে পেরেছিলাম বলে ফোকাসটা নড়ে গিয়েছিল। এই ম্যাচে সেটা হয়নি। আমরা বরাবরই এই ম্যাচে ফোক🐻াস বজায় রেখেছি।’
টানা পাঁচ ম্যাচে জয় দিয়ে লিগ শুরু প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা পাঁচ ম্যাচ জিতেছি, যেটা সহজ বিষয় নয়। কারণ, খেলোয়াড়রা ভালো খেলছে। আমি খুশি যে, ছেলেদের জয়ের খিদেট꧋া রয়েছে, তারা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামছে। এই ভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। আশা করি আমরা পারব।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সের পারফরম্যান্সে সমর্থকেরা হতাশ। কারণ, তিনি গোল করতে পারছেন না। এদিনও ৬৪ মিনিট মাঠে থাকলেও কোনও গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি কামিন্স। কিন্তু কোচ ফেরান্ꦅদো তাঁর খেলায় অখুশি নন। বলেন, ‘জেসন তো ভালোই খেলছে। ও আক্রমণে জায়গা তৈরি করছে, সুযোগ তৈরি করছে। গত ম্যাচে কামিন্স ৯০ মিনিট খেলেছে। এই ম্যাচে ৬৪ মিনিট খেলেছে। মোটেই খারাপ খেলছে না। একজন খেলোয়াড় ক্লান্ত হতেই পারে। বিশেষ করে বারবার যদি টানা অনেক দিন খেল🍷া বন্ধ থাকে। এই মাসে টানা ম্যাচ থাকলেও পরের মাসে এশিয়ান কাপের জন্য আবার অবকাশ থাকবে। যদিও সেই সময়ে সুপার কাপ হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।