স্টিফেন কনস্ট্যান্টাইকে যে সরানো হচ্ছে, তা আগে থেকেই স্থির হয়ে গিয়েছিল। আইএসএল শেষ হওয়ার পর থেকেই লাল-হলুদের নতুন কোচ নিয়ে জল্পনা চলছিল। আন্তোনিও লোপেজ হ✨াবাস, বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কুয়াদ্রাতের পাশাপাশি নাম উঠেছিল সের্জিয়ো লোবেরারও।
তবে নতুন কোচ নিয়োগ করার ব্যাপারে লোবেরাই প্রথম পছন্দ ছিল ইস্টবেঙ্গলের। তাঁকে প্রস্তাবও পাঠানো হয়েছিল অনেক দিন আগেই। কিন্তু সরাসরি প্রস্তাবে রাজি হননি লোবেরা। ভাবার জন্যে কিছু দিন সময় নিয়েছিলেন। পাশাপাশি তাঁর বিরাট অঙ্কের দাবি ছিল। সেটাও ক্লাবের কা♏ছে ভাবার বিষয় ছিল। তবে শেষ পর্যন্ত সব কিছু মিটিয়ে লাল-হলুদের কোচ হওয়ার জন্য লোবেরা সম্মতি দিয়ে দিয়েছেন বলেই ক্লাবসূত্রের খবর। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের চুক্তিতে মৌখিক ভাবে সম্মতি দিয়েছেন সের্জিয়ো লোবেরা। অতীতে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন তিনি। আইএসএলের সফলতম কোচ হিসಞেবে তাঁর নাম উপরের সারিতে রয়েছে। ট্রফির বিচারে তাঁর ধারেকাছে আর কেউ নেই।
আরও পড়ুন: বাড়🉐তি ২ কোটির জরিমানা এড়াতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে💎 নিল কেরালা ব্লাস্টার্স
২০১৭ সালে গোয়ার কোচ হিসাবে আইএসএলে যোগ দিয়েছিলেন তিনি। তিন বছর গোয়াকে কোচিং করিয়েছেন। পরের বছ𝕴র সুপার কাপ জেতান গোয়াকে। সাফল্য সেখানেই শেষ হয়নি। ২০১৯-২০ সালে প্রথম বার আইএসএলে চালু হয় লিগ-শꦰিল্ড। প্রথম বছরই গোয়াকে সেই খেতাব জেতান তিনি।
গোয়ার কর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি পরের বছর, অর্থাৎ ২০২০-তে যোগ দেন মুম্বই সিটিতে। সেই ক্লাবেও সাফল্যের ধারা বজায় রাখ💮েন। শক্তিশালী দল গড়ে মুম্বইকে লিগ-শিল্ড এবং প্রিমিয়ারশিপ, দু’টি ট্রফিই জেতান। আইএসএলে এই নজির আর কারও নেই।
আরও পড়ুন: এএফসি এশিয়ান কাপে শেষ বার দেশের হয়ে খেলবেন সুনীল- দাবি জাতীয় দলের ক▨োচ স্টিমাচের
বর্তমানে চিনের ক্লাব সিচুয়া জিনিউ-এ কোচিং করꩵান লোবেরা। অতীতে বার্সেলোনার কোচিং টিমেও ছিলেন। ফুটবল দর্শনে তিনি অনুসরণ করেন ম্যাঞ্চেস্টার স🐬িটির কোচ পেপ গুয়ার্দিওলাকে। সব মিলিয়ে প্রায় ২৫ বছরের বেশি কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।
ইস্টবেঙ্গল গত মরসুমেও শুরুতে বিনিয়োগকারী নিয়ে সমস্যায় পড়েছিল। তাদের আইএসএলে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ মুহূর্তে বিনিয়োগকার🍷ী হিসেবে ইমামির সঙ্গে চুক্তি হয়। কিন্তু সময় কম থাকায় দল গুছিয়ে উঠতে পারেনি। এ বার তাই অনেক আগে থেকেই কোচ এবং দল গোছানোর কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।