শুভব্রত মুখার্জি:- দীর্ঘদিন বাদে ভারতীয় ঘরোয়া ফুটবলের দলবদল এখন আলোচনার শিরোনামে।বিশেষ করে দলবদলে অতীতের যে লড়াই,যে রেষারেষি দেখা যেত কলকাতা ময়দানে তা যেন এই মরশুমে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে।মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে দুই পক্ষের ঠান্ডা লড়াই অব্যাহত।আনোয়ার শেষ পর্যন্ত কোন দলের হয়ে খেলবেন তার সিদ্ধান্ত নেবে এআইএফএফ এবং প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।এমন আবহে এবার যা খবর তাতে দলবদলের বাজারে বড় সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। গত বছর মোহনবাগানের হয়ে খেলা তারকা বিদেশি ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তেকে তারা ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছেন বলে খবর। অনেক দিন ধ🍰রেই হেক্টরকে ইস্টবেঙ্গল সই করাবে বলে একটা খবর বাজারে ছিল । এবার তা বাস্তব হতে চলেছেই বলে খবর। চলতি মরসুমের জন্য হেক্টরকে দলে রাখেনি মোহনবাগান।
হেক্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি পাকা হয়ে গিয়েছে বলেই দাবি জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক বোরিয়া মজুমদার। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এཧই বিষয়ে একটি পোস্টও করেছেন। উল্লেখ্য শেষ কয়েক বছর আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ভালো হয়নি। অনেকাংশে তাদের ডিফেন্সের ব্যর্থতার কারণেই তাদেরকে ডুবতে হয়েছিল। আশা করা হচ্ছে হেক্টর আসার পরে সেই সমস্যার সমা🌳ধান হবে।
আরও পড়ু💧ন-তোমার হল শুরু, আমার হল সারা! কাজ শুরুর আগে গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের
গত বছর আইএসএলে লিগ শিল্ড প্রথমবারের জন্য জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্টস।এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হেক্টরের। পাশাপাশি আইএসএল কাপের ফাইনালেও দলকে তুলেছিলেন হেক্টর। স্প্যানিশ তারকা এই ডিফেন্ডারের সঙ্গে অনেকদিন আগে থেকেই কথা চালাচ্ছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। তা এবার চূড়ান্ত হয়ে গি🌸য়েছে বলেই খবর।
৩৬ বছর বয়সী এই সেন্টার ব্যাক ভারতীয় ফুটবলে বেশ অভিজ্ঞ।ফলে পরিবেশ পরিস্থিতির সঙ্গেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। আর সেই কারণেই তাঁকে দলে পেতে ঝাঁপায় ইস্টবেঙ্গল। হেক্টরের সবথেকে বড় গুণ তিনি সেন্টারব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। এই মরশুমে তিনি ফ্রি প্লেয়ার। অর্থাৎ তাঁকে দলে নিতে গেলে লাগবে না কোন ট্✅রান্সফার ফি। আর সেই কারণেই আরো বেশি করে ঝাঁপিয়ে ছিল লাল হলুদ কর্তারা। লা লিগার দ্বিতীয় ডিভিশনে দীর্ঘদিন খেলেছেন তিনি। খেলেছেন প্রায় ২০০ টি ম্যাচ। এরপর খেলেছেন সাইপ্রাসের ক্লাবেও। ক্লাব কেরিয়ারে ৫০০'র কাছাকাছি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। একদা গ্রানাডার হয়ে খেলা এই ফুটবলার করেছেন ২২ টি গোলও। 💙এমন এক অভিজ্ঞ পারফর্মারকে দলে নিয়ে ডিফেন্সের দীর্ঘদিনের সমস্যা দূর করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।