দিন ১৫-র ব্যবধানে দু'টি ডার্বি খেলতে হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে! সপ্তাহ দুয়েক আগেই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। আর ৩ ফেব্রুয়ারি, শনিবার আইএসএলে🌞র প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই দল। সদ্য ডার্বি হেরে মꦜোহনবাগান যেন বদলার জন্য মরিয়া। তবে এবার আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না সবুজ-মেরুনের।
গত কয়েক বছরের নিরিখে মোহনবাগান পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে। বলে বলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে তারা। কিন্তু এই বছর কিন্তু পাল্টা লাল-হলুদ ডার্বি জয়ের ক্ষেত্রে ২-১ এগিয়ে রয়েছে। জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ক্ষেত্রে ইস্ট-মোহন মোট তিন বার মুখোমুখি হবে। ২ বার জিতেছে ইস্টবেঙ্গল। একবার মোহনবাগান। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে জয়ের পর ফাইনালে মোহনবাগানের কাছে হ🥃ারে ইস্টবেঙ্গল। আবার সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে জয়। স্বাভাবিক ভাবে সবুজ-মেরুন ফুটবলারদের সেই জ্বালা এখনও মেটেনি। বাগান শিবিরে বদলার আগুন জ্বলছে।
সুপার কাপে প্রথম দলের ন'জন ফুটবলা🧔রকে পায়নি মোহনবাগান। এবার পুরো দল দিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবেন হাবাস। সব দিকেই পরিস্থিতি বদলে গিয়েছে। সুপার কাপে বর্ষীয়ান কোচ দলের সঙ্গে যোগ দিলেও , নিয়মের বেড়াজালে রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি। শনিবার বসবেন। একমাত্র আশিস রাই ছাড়া পুরো দলকে পাওয়া যাবে। চোটের জন্য ডার্বিতে অনিশ্চিত বাগানের রাইট ব্যাক। তব🌠ে বাকিদের নিয়েই পাশা ঘোরাতে তৈরি হাবাস।
শেষ কদিন দু'বেলা অনুশীলন করাꦅচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকে এক বেলা প্র্যাকটিস। এদিন সকালে অনুশীলন সারেন কামিন্স, হুগো, দিমিত্রিরা। আগের রাতে কলকাতায় পা রেখেই প্র্যাকটিসে হাজির ছিলেন জনি কাউকো। তবে অনুশীলন করেননি। মাঠে এসে কাউকো সাইডলাইনে বসে দলের অনুশীলন দেখেন। দিমিত্রি পেত্রাতোস, কামিন্সদের সঙ্গে আড্ডা মারেন। মোহনবাগানের অনুশীলনে অনেক সমর্থক হাজির ছিলেন। তাঁদের সঙ্গে নিজস্বী তোলেন। মোহনবাগানের অনুশীলন অবশ্য রুদ্ধদ্বার ছিল।
শো🌜না গিয়েছে, ছোট ছোট পাস খেলিয়ে দলকে অনুশীলন করিয়েছেন হাবাস। জোর দিয়েছেন রক্ষণ মজবুত করার দিকে। হাবাস দায়িত্ব নেওয়ার পর থেকে ফিটনেসে জোর দেওয়া হয়েছে। প্রতিটি ম্যাচেই কড়া নজর রাখছেন তিনি। দীপক টাংরির জন্মদিন উপলক্ষে অনুশীলনের পর সাজঘরে ছোট্ট🏅 উৎসবে মাতেন ফুটবলারেরা। কিন্তু ডার্বি জিতেই সমর্থকদের আসল উপহার দিতে চান টাংরি।
ডার্বি ভাগ্য চিরকালই ভালো হাবাসের। সেটা কি ধরে রাখতে পারবেন? শনিবার তাঁর অগ্নিপরীক্ষা। তবে সবুজ-মেরুন শিবির শান্ত। বৃহস্পতি সকালের অনুশীলনেও কোনও বাড়তি উচ্ছ্বাস চোখে পড়েনি। বোঝাই যাচ্ছে চলতি মরশুমে দু'বার ডার্বি হারের জ্বালা মেটাতে কতটা মরিয়া সবুজ মেরু🎃ন ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।