গত সপ্তাহে ফ্রাঙ্কফুর্টের বি🐠রুদ্ধে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। ঠিক তার পরের ম্যাচেই ফের একবার ঘꦍরের মাঠ ক্যাম্প ন্যুতে হারল বার্সা। লা লিগায় অবনমন বাঁচানোর চেষ্টাই লড়াই করা কাডিজ, বার্সাকে ১-০ গোলে মাত দেয়। এর পরাজয়ে রিয়াল মাদ্রিদের লা লিগা খেতাব জয় কার্যত নিশ্চিত হয়ে গেল।
হাড্ডহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধেই কাডিজের লিড নিয়ে নেওয়ার বড় সুযোগ এসেছিল। তবে লুকাস পেরেজ এক সহজ গোলের সুযোগ পেয়েও বল গোলের বাইরে মারেন। কিন্তু গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে꧟র শুরুতেই, দ্বিতীয় মিনিটে পেরেজের গোলেই কাডিজ লিড নিয়ে নেয়। মাঝমাঠে জর্ডি আলবা বল হারানোর পর, অ্যালেক্সের ক্রস থেকে রুবেন সব্রিনোর জোরালো হেডার বার্সা গোলরক্ষক মার্ক⛎-আন্দ্রে টারস্টেগেন প্রতিহত করলেও, পেরেজ ফিরতি বল জালে জড়িয়ে দেন। গোল পাওয়ার পরেও কাডিস সুযোগ ভাল ভাল সুযোহ তৈরি করে। তবে গোল আর আসেনি।
বার্সার হয়ে উসমান দেম্বেলে এবং পরিবর্ত হিসাবে নামা লুক ডি'💦জং, গোলের সুযোগ পেলেও কাডিস গোলরক্ষক জেরেমিয়াস লেডেসমার দস্💦তানায় সোজা বল জমা দেন। অধিনায়ক সার্জিও বুস্কেটেস এবং পিয়ের-এমরিক অবামেয়াংও গোল করতে ব্যর্থ হন। ফলে ১-০ ব্যবধানেই ম্যাচ হারতে হয় বার্সাকে। এই পরাজয়ের ফলে বার্সার লিগ তালিকায় প্রথম চারে শেষ করার উপর প্রশ্নচিহ্ন উঠে গেল।
সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এক ম্যাচ কম (৩১ ম্যাচ) খেললেও, তিন দলই সমান ৬০ পয়েন্টে রয়েছে। পাঁচে থাকা রিয়াল বেটিস মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। ১৫ পয়েন্ট এগিয়ে তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। আসন্ন সপ্তাহে রিয়াল জিতলে এবং বার্সা হারলে, রিয়ালের খেতাবি প্রায় সুনিশ্চিত হয়ে যাবে, কারণ তারা গোলপার্থক্যে বাকি সবার থেকে অনেকটা এগিয়ে। ম্যাচের আগে অবনমনের আওতায় থ🅺াকা কাডিজ, জয়ের ফলে ১৬ নম্বরে উঠে এল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।