শুভব্রত মুখার্জি
লা লিগার ম্যাচে বার্সꦰেলোনা কোচ হিসেবে প্রথম পরাজয় জাভির। ব♕ার্সা ফুটবলারদের ফিনিশিংয়ে দুর্বলতা বারবার ফুটে উঠল ম্যাচে রিয়াল বেটিসের বিরুদ্ধে। ফলস্বরুপ ১-০ ব্যবধানে হারতে হল মেমফিস-দেম্বেলেদের। প্রতিআক্রমণে তাদের কার্যত হতবাক করে জয় ছিনিয়ে নিল বেটিস।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শেষের দিকে দুই দলে🦩র মধ্যে ব্যবধান গড়ে দেন হুয়ানমি। কোচ হিসেবে জাভি দায়িত্ব নেওয়ার পর লিগে টানা দুই জয় পেয়েছিল বার্সা। তারপরেই ঘরের মাঠে এমন সাদামাটা পারফরম্যান্সে হতাশা বাড়ল কাতালান ক্লাবের সমর্থকদের। প্রথমার্ধে ৩৩ মিনিটে প্রতিপক্ষের জোরাল শটে মাথায় আঘাত পেয়ে মাঠে কিছুক্ষণ পড়েছিলেন তরুণ মিডফিল্ডার গাভি। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হযꩵ় তাঁকে। তাঁর বদলি হিসেবে নামেন আরেক তরুণ মিডফিল্ডার রিকি পুজ। ৪৫ মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করে বেটিস । শট লক্ষ্যে রাখতে পারেননি আইটর রুইবাল। প্রথম ৪৫ মিনিটে মাত্র দুই শটের একটি লক্ষ্যে রাখতে পারা বার্সেলোনা। ০-০ অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায় বেটিস। ৫২তম মিনিটে রুইবাল গোল করলেও অফসাইডে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড ফলে বাতিল হয় গোল। ৫৮তম মিনিটে জোড়া পরিবর্তন করে বার্সা। কুতিনহোকে বসিয়ে উসমান দেম্বেলে ও নিকো গঞ্জালেসের বদলে ফ্রেঙ্কি ডি'জংকে নামান কোচ। এতে তাদের আক্রমণে গতি বাড়ে। কয়েকটি হাফ-চান্সও তৈরি করে বার্সা। তবে ৭৯তম মিনিটে প্রতিআক্রমণে যায় বেটিস। সতীর্থের পাস ধরে ক্রিস্তিয়ান টেলো বল বাড়ান ডি-বক্সে ফাঁকায় থাকা হুয়ানমিকে। ডান পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন অ্যান্ডালুসিয়ার দলকে ১-০ এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ১-০ ফলেই ম্যাচ জেতে বেটিস। জয়ের ফলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল বেটিস। ১৬ ম্যাচে তাদে🌟র পয়েন্ট ৩০। এক🏅 ম্যাচ কম খেলা বার্সেলোনা ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রইল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।