ইন্টার মিয়ামির জার্সিতে গোল করেই চলেছেন লিওনেল মেসি। এমনিতে এমএলএসের রেগুলার মরশুম মেসি শেষ করেন ২০টি গোল, ১৬টি অ্যাসিস্ট দিয়ে, মাত্র ১৯ ম্যাচেই এই পারফরমেন্স দেখান আর্জেন্তাইন সুপারস্টার। এমএলএসের হয়ে প্লে অফে দলকে তুলেছিলেন মেস💯ি। এরপর অ্যাটলান্টার বিরুদ্ধেও প্লে অফ ম্যাচে গোল করেন এলএমটেন। সেই গোলের সঙ্গে সঙ্গেই বড় মাইলস্টোন ছুঁলেন লিও।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং💫 শুরু💙, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন মেসি-
ফুটবল বিশ্বের বর্তমানেও সব থেকে চর্চিত দুই চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। তাঁরা এখন ইপিএল, লা লিগার মতো হাইপ্রোফাইল লিগ থেকে অনেক দূরে থাকলেও তাঁরা প্রায়শই খবরের কাগজ বা ꩲটেলিভিশনে শিরোনামে উঠে আসেন। এই যেমন লিওনেল মেসি এদি🧸ন আবারাও শিরোনামে, কারণ তিনি ভাঙলেন রোনাল্ডো রেকর্ড।
মেসির গোলেও হারল ইন্টার মিয়ামি-
মেজর লিগ সকারের প্লে অফ ম্যাচে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি হেরে গেলেও মেসি সেই ম্যাচে গোল করে ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। লিওনেল মেসি নিজের কেরিয়ারের ৮৫০তম গোলের দেখা পেলেন এই ম্যাচে। অ্যাটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ৬৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। শুরুতে এগিয়ে গিয়েও অবশ্য 🐭শেষরক্ষা করতে পারল না মেসির দল। তাঁরা ছিটকে গেল।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক𝔉 কর☂া গল্প বললেন পাক ক্রিকেটার!
রোনাল্ডোর থেকে ৯৮ ম্যাচ কম খেলেই রেকর্ড-
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে প্রায় ১০০ ম্যাচ কম খেলেই এই বিরল নজির গড়লেন লিওনেল মেসি। তিনি ৮৫০তম গোলের মাইলস্টোনে পৌঁছাতে𝓡 সময় নিলেন ১০৮১ ম্যাচ। সেখানে ক্রিশ্চিয়া♚নো রোনাল্ডো নিজের ৮৫০তম গোলের দেখা পেতে সময় নিয়েছিলেন ১১৭৯টি ম্যাচ। যদিও সর্বোচ্চ গোলের নিরিখে এখনও মেসির থেকে এগিয়েই রয়েছেন সিআরসেভেন।
আরও পড়ুন-'আমাদেরꦡ দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব𒈔্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
রোনাল্ডো বলছেন টার্গেট ১০০০ গোল-
বর্তমানে সৌদি আরবের আল নাসে🃏র ক্লাবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্যন্ত কেরিয়ারে করেছেন ৯০৮টি গোল। সম্প্রতি তিনি জানিয়েছেন, ১০০০ গোলের মাইলস্টোনে পৌঁছাতে চান। সঙ্গে এও বলেছিলেন, যদি তিনি ১০০০ গোলের মাইলস্টোনে নাও পৌঁছাতে পারেন, তাহলেও সরকারিভাবে সর্বোচ্চ গোলের মালিক হিসেবেই কেরিয়ার শেষ করবেন তিনি। যদিও এখন তার একটি রেকর্ড ভাঙলেন মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।