আগামী ৩০ জুন আ🌳নুষ্ঠানিক ভাবে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। অবশ্য তার আগেই যুক্তরাষ্ট্রের ক্লা🎐ব ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন তিনি। এ দিকে পিএসজি ছাড়া নিয়ে কাতারের সংবাদমাধ্যম ‘বিইন স্পোর্টসে’ মেসি তাঁর সাক্ষাৎকারে পিএসজির সমর্থকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
সেই সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি প্যারিসে এসেছিলাম কারণ ক্লাবটিকে আমি ভালোবাসি। এই ক্লাবের ড্রেসিংরুমে আমার পরিচিত অনেকে ছিল, যারা আমার বন্ধু। আমি ভেবেছিলাম ক্লাবটিতে মানিয়ে নেওয়া আমার জন্য সহজ হবে। এই জন্য অনেক সুযোগ ছেড়ে এখানে🧸 এসেছিলাম। কিন্তু দুই বছর পরে আমি দেখলাম এটি সহজ নয়। আমি যা ভেবেছিলাম, পিএসজি তা নয়। এখানে মানিয়ে নেওয়া খুব কঠিন এবং সেটি এতটাই কঠিন যে আমার ধারণার বাইরে ছিল। প্যারিসে আমার পরিবার এবং আমার জন্য খাপ খাইয়ে চলা খুব কঠিন বিষয় হয়ে ওঠে।’
তিনি আরও যোগ করেছেন, ‘শুরুতে যে ভাবে ওরা (পিএসজি সমর্থকেরা) আমাকে গ্রহণ করেছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম। ওদের অভ্যর্থনা খুব সুন্দর ছিল। কিন্তু পরবর্তীতে প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করে। তবে আ🔴মি মনে করি, অনেক মানুষ শুরুতে আমার স▨ঙ্গে ভালো আচরণ করেছে।’
আরও পড়ুন: সাদিও মাꦰনের জোড়া গোল, 🔯সেনেগালের বিরুদ্ধে জয় অধরা ব্রাজিলের, প্রীতি ম্যাচে হারল ৪-২-এ
মেসি ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে তাঁর দুই মরশুমে ৩২টি গোল করেছেন এবং ৩৫টি অ্যাসিস্ট করেছেন। তবে তিনি দলকে চ্যাম্পি🍃য়ন্স লিগের শেষ ১৬-তে পৌঁছতে সাহায্য করতে ব্যর্থ হওয়ার পরেই ভক্তদের সঙ্গে তাঁর মধ্যে একটি বি♐ভেদ দেখা দেয়।
𝓰মেসি দাবি করেছেন, ‘প্যারিস সমর্থকদের একটি বড় অংশের সঙ্গে ফাটল ধরে গিয়েছিল। তবে এটা আমার উদ্দেশ্য ছিল না। এমবাপে এবং নেইমারের সঙ্গেও এটি আগে ঘটেছে এবং আমি জানি, এটাই ওরা করে থাকে।’ এর সঙ্গেই তিনি বলেছেন, ‘আমি নেইমার এবং এমবাপের স্মৃতি মনে রাখব, যারা আমাক🎃ে শুরু থেকেই সমর্থন করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।