ইংলিশ প্রিমিয়র লিগে বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফ্র𝔍েডের গোলে প্রথমে ম্যান ইউ প্রথমে এগিয়ে যায় পরে চমৎকার গোলে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ইউনাইটেড। গত রাউন্ডে ঘরের মাঠেই নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। টটেনহ্যামের বিরুদ্ধে এই ম্যাচে বেঞ্চে বসেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকাকে শেষ পর্যন্ত বদলি হিসেবেও নামাননি তিনি। ম্যাচের ৮৯তম মিনিটে টানেলে ঢুকতে দেখা যায় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।
এদিনের ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রঙ বদলাতে শꦐুরু করে। ম্যাচের ৪৭ মিনিটে ফ্রেডের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পরে ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেজ। তবে সবকিছুকেই ছাপিয়ে যায় রোনাল্ডোর বিতর্ক। খেলার সুযোগ না পেয়ে কি ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন রোনাল্ডো।
আরও পড়ুন… ‘যদি এবারে রোহিতরা বিশ্বকাপ 🐈না জিততে পারে তাহলে…’ সুনীল গাভাসকরের স্পষ্ট কথা
এদিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে স্বস্তির জয় পেল লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। টানা দুই জয় পাওয়া ক্লপের দল ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে লিগের সপ্তম স্থানে। গোলের উদ্দেশ্যে ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাস ফাবিয়ানস্কির কৃতিত্বও আছে যথেষ্ট।ম্যাচ জুড়ে বꦜেশ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি তিনি।
আগের ম্যাচেই ম্যাঞ্চেস্টার সিটিকে হারানো লিভারপুল চতুর্দশ মিনিটে এগিয়ে যেতে পারত। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে দ♏ারুণ ভলি করেন নুনেস। ফাবিয়ানস্কি লাফিয়ে আঙুলের টোকায় বল ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন। এদিন ম্যাচের ২২ মিনিটে ড্রইন নুনেজের একমাত্র গোলে জয় পায় লিভারপুল। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষস্থ𝓰ান দখল করে রেখেছে আর্সেনাল। ম্যান সিটি রয়েছে তালিকার দুই নম্বরে। তিনে টটেনহ্যাম ও চার নম্বরে রয়েছে চেলসি। ম্যান ইউ রয়েছে পাঁচ নম্বরে।
আরও পড়ুন… গল্ফ খেলতে গিয়ে বিপত্তি, ICC ꦍT20 2022 থেকে ছিটকে গেলেন জশ ইঙ্গলিস
এদিকে অন্য ম্যাচে এলচের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ফেদে ভালভেরদের নৈপুণ্যে এগিয়ে যা🃏ওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জেমা। শেষ দিকে তৃতীয় 🧸গোলটি করেন মার্কো আসেনসিও। ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ের পর রিয়ালের পয়েন্ট হলো ২৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।