চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হল না পেপ গুয়ার্দিওয়ালার দলের। বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করল তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল প্যারিস সাঁ জাঁ। জিরোনার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় পায় পিএসজি। ইপিএলে এখনও পর্যন্ত নিজেদের ৪টি ম্যাচের ৪টিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু এদিন ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন ꦦইন্টার মিলানের বিরুদ্ধে জয় পেতে ব্যর্থ হয় তারা। প্রসঙ্গত, ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে কাপ জয় করে ম্যান সিটি।
এদিনের ম্যাচের প্রথমার্ধেই কেভিন ডি ব্রুয়েন্স-কে চোটের কারণে তুলে নিতে বাধ্য হন কোচ পেপ গুয়ার্দিওয়ালা। ম্যানচেস্টারের হয়ে ম্যাচের সেরা সুযোগটি পান ফিল ফোডেন। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। সোজা গোলরক্ষকের হাতে শট মারেন ফিল। মিলানের বিরুদ্ধে সারা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না আর্লিং হালান্ডকে। ম্যান সিটির হয়ে নিজের ১০০ তম গোলের খোঁজে ছিলেন তিনি। ম্যাচ শেষে ম্যা⭕নচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস বলেন, ‘আমরা জানতাম কাদের বিরুদ্ধে খেলতে নামছি। মিলান একꦚটা শক্তিশালী প্রতিপক্ষ, তারাও জেতার জন্য অভ্যস্থ। জানতাম আমাদের পক্ষে জয় পাওয়া সহজ হবে না। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এটি একটি ভালো ম্যাচ ছিল’।
উল্লেখ্য, পেপ গুয়ার্দিওয়ালার জামানায় ম্যানচেস্টার সিটি তাদের ঘরের মাঠে ৪২টি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের মধ্যে মাত্র ২টিতে গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদ💦িকে ইন্টার মিলানের দাবি, তাদের পরিকল্পনা সঠিক ভাবে কাজ করেছে। এদিন চ্যাম্পিয়ন্স লিগের অপর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জাঁ এবং জিরোনা এফসি। জিরোনা এবছর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। পিএসজির বিরুদ্ধে শুরুটা ভালোই করেছি🙈ল তারা। তবে শেষ মুহূর্তের ভুলে গোল হজম করে হারতে হয় তাদের। ৯০ মিনিটে মেন্ডিসের করা ক্রস জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগার ভুলে গোলে ঢুকে যায়, জয় পায় ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচে প্রথম থেকেই অবশ্য আধিপত্য ছিল তাদের। এদিন প্রায় ৬৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল প্যারিস সাঁ জাঁ। ম্যাচ শেষে পিএসজির ফুটবলার মেন্ডিস বলেন, ‘এটা যথেষ্ট কঠিন একটি ম্যাচ ছিল। জিরোনা ভালো ফুটবল খেলেছে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।