বিশ্বফুটবলের অন্যতম কিংবদন্তি তারকা দিয়োগা আর্মান্দো মারাদোনা। তাঁর জীবনকালেই তাঁর নামে চার্চও তৈরি করা হয়েছিল। অনেকেই তাঁকে ফুটবল♛ের ঈশ্বর বলে থাকেন। তিনি পরলোকে পাড়ি দিয়েছেন প্রায় তিন বছর হতে চলেছে। কিন্তু তাঁকে আজও ফুটবল বিশ্ব ভুলতে পরেনি। তাঁর মৃত্যুর পরেও তিনি নানা কারণে সকলের মধ্যেই রয়েছেন। শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এখন হ্যাকারদের কবলে পড়েছেন মারাদোনা। বলে অভিযোগ জানালেন প্রয়াত দিয়াগোর সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা। মঙ্গলবার এই বিষয়ে দিয়াগোর সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা দাব𝔉ি করেন, আর্জেন্তিনার প্রয়াত কিংবদন্তি এই ফুটবলারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। এবং এই ঘটনা পুরোপুরি সত্য।
আরও পড়ুন… শুরুতে ধাক্কা তারপরে না🅠টকীয় ভা𝔍বে প্লে অফের টিকিট পায় MI, রাহুলকে হারিয়েও পথ হারায়নি LSG
আর্জেন্তিনার প্রয়াত কিংবদন্তি এই ফুটবলারের ফেসবুক অ্যাকাউন্টের সদস্যরা দি💧য়াগোর ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন, যাতে দিয়াগোর ওই পোস্টে কোনও রকম মন্তব্য না করেন এবং সম্পূর্ণভাবে এড়িয়ে যান। তাঁদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি ওই হ্যাকারদের হাত থেকে দিয়াগোর ফেসবুক অ্যাকাউন্টটা উদ্ধার করা। তবে কারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে খোঁজ চালানো হচ্ছে। হ্যাকারদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
এই খবর পাওয়ার পর দিয়াগো আর্মান্দো মারাদোনার পরিবারের পক্ষ থেকে সাইবার ক্রাইম শাখায় অভিযোগও জানানো হয়েছে। উল্লেখ্য শুধু দিয়াগোই সোশ্যাল মিডিয়ায় এইরকম হ্যাকারদের কবলে প্রথম পড়লেন তা নয়। এর আগেও বহু বিশ্ববিখ্যাত ব্যক্ত𒐪িরাও হ্যাকারদের কবলে পড়ছেন। মাঝে মাঝেই এমনই অভিযোগ শোনা যায় সংবাদমাধ্যম সূত্রে।
মারাদোনার আগে এই রকম অভিযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের বর্তমান ফুটবল তারকা ভিনিশিয়াস জুনিয়র। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিনিশিয়াস জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা তাঁর অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রয়াত দিয়াগো🍒 আর্মান্দো মারাদোনার নামও। এখন দেখার কত তাড়াতাড়ি এই সমস্যা 𒅌থেকে দিয়েগো মারাদোনা রেহাই পান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
কেন এই ডে♏টা লঙ্ঘন ঘটেছে বা কারা দায়ী সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। মধ্যরাতের দিকে🐷 ফুটবলার ভিনিসিয়াসের সমর্থনের একটি বার্তা প্রথম প্রকাশিত হয়েছিল। বার্তায় লেখা ছিল, ‘আপনি জানেন আমি আমার মৃত্যুকে জাল করেছি, তাই না?’ এটি ছিল প্রথম পোস্ট যা ফেসবুক অ্যাকাউন্টে মনোযোগ আকর্ষণ করেছিল। এটি অন্যান্য বার্তা দ্বারা অনুসরণ করা হয়েছিল, যেমন ‘স্বর্গে এখানে কোন কোক নেই। শুধু পেপসি পাওয়া যায়।’ পোস্টে আরও লেখা ছিল, ‘এক টুকরো অন্য যেকোনো বর্তমান অ্যানিমের চেয়ে ভালো’ এবং ‘লং লিভ মেসি, Cr7 হল ******।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।