কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ নতুন কোনও বিষয় নয়। অতী🌼তে এমন অভিযোগ বহুবার শুনতে হয়েছে আইএফএ কর্তাদের। তবে এবার শুধু অভিযোগ নয়, বরং চরম হুঁশিয়ারি ধেয়ে এল বাংলার ফুটবল কর্তাদে♋র দিকে। তাও প্রাক্তন ক্রীড়মন্ত্রী তথা কামারহাটির বর্তমান বিধায়ক মদন মিত্রর কাছ থেকে।
হঠাৎ কেন কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ তোলেন মদন মিত্র:-
কলকাতা লিগের প্রথম ডিভিশনের সুপার সিক্স রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার ছিল মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব। লিগের ৯ রাউন্ডের শেষেও নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুশীলনী ক্লাবের থেকে (+৫) গোল পার্থক্যে বিস্তর এগিয়ে ছিল বেলঘরিয়া (+১৩)। শেষ ২ ম্যাচে ১৩টি গোল করে অনুশীলনী ক্লাব। ফলে তাদের গোল পার্থক্য দাঁড়ায় +১৭। অন্যদিকে বেলঘর🎃িয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতেই নামেনি মহামেডান এসি। তাই গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগই পায়নি বেলঘরিয়া। ১১টি ম্যাচের শেষে অনুশীলনী ও বেলঘরিয়া উভয় দলের পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ২২ করে। তবে গোল পার্থক্যে বেলঘরিয়াকে (+১৩) টেক্কা দিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় অনুশীলনী ক্লাব (+১৭)।
এক্ষেত্রে মদন মিত্রর দাবি, অনুশীলনী ক্লাবেরꩵ শেষ ২ ম্যাচে ১৩ গোল করার পিছনে গড়াপেটার গন্ধ রয়েছে। তাছাড়া মহামেডান এসি কেন বেলঘরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামল না, সেটাও সংশয়ের আওতায় পড়ে। আইএফএ কেন তদন্ত করল না বিষয়টির, সেটাই তিনি মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন:- 'ল♛লিপপে' ঠুমকা কনের, গায়ে হলুদের﷽ আগে বন্ধুদের সঙ্গে নেচে ফাটালেন মুকেশ- ভিডিয়ো
মদন মিত্র কী হুঁশিয়ারি দেন:-
ম💛ঙ্গলবার ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে, তিনি আইএফএ অফিসের সামনে ধর্না দেবেন। বার পোস্ট লাগিয়ে আইএফএকে ২২৬ গোল দেবেন। দরকার হলে সর্বভারতীয় ফুটবল সংস্থা এবং ফিফায় পর্যন্ত নালিশ করবেন। এমনকি বিষয়টিকে আদালতেও টেনে নিয়ে যেতে পারেন বলে ไজানান তিনি।
আইএফএ এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়:-
আইএফএ গড়াপেটার অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছে। তবে মদন মিত্রের আদালতে যাওয়ার বিষয়টিতে স্বাগত জানিয়েছেন আইএ💞ফএ সচিব অনির্বান দত্ত। তিনি জানিয়েছেন, মদন মিত্র আদালতে যেতেই পারেন। সেক্ষেত্রে আদালত যা রায় দেবে, তাই তাঁরা মেনে নেবেন, কোনও বিরোধিতা করবেন না। যদিও নিছক কারও অভিযোগের ভিত্তিতে বিশেষ কোনও দলকে বাড়তি সুবিধা দিতে নারাজ তাঁরা। আইএফএর কাছে সব দল সমান বলেও মন্তব্য করেন অনির্বান দত্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।