বৃহস্পতিবার বিকেল চারটেয় জামশেদপুরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মোহনবাগান এবং পঞ্জাব এফসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান ক্লাব রয়েছে দুরন্ত ছন্দে। গ্রুপ স্টেজের দুই ম্যাচে করেছে সাত গোল। পারফরমেন্স তুখোর যাকে বলে। দিমিত্রি পেত্রাতোস 𒈔দলে এসেছেন। ডার্বি ম্যাচ না হওয়ায়ꦦ কোয়ার্টারের আগে টানা ১৪দিন প্রায় অনুশীলনের সুযোগ পেয়েছে বাগান। ম্যাচ না খেলায় যেমন একটা তরতাজাভাবও রয়েছে, তেমনই সমস্যা রয়েছে দলের ছন্দ বজায় রাখা নিয়ে। কারণ এমন বিরতিতে অনেক সময়ই দল ছন্দ হারায়, যদিও শুভাশিস-লিস্টন-সামাদদের খেলায় বিরতির প্রভাব পড়বে না। দল ভালোই প্রস্তুত বলে মনে করছেন বাগান কোচ হোসে মোলিনা।
আরও পড়ুন- DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্ত✤ের পোস্টে ব্যাপক জল্পনা…
পঞ্জাব দলে লুকা মাজসেন, মুশাগা বাকেনগার মতো বিদেশিরಞা রয়েছে, যদিও একজন দুজন নয়, গোটা দল নিয়েই ভাবছেন সবুজ মেরুন কোচ। মোহনবাগানের হেডস্যার হোসে মোলিনা বলছেন,' আমার টার্গেট অবশ্যই থাকবে সব ম্যাচেই জেতা। আমাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি, ওদের হারানো সহজ নয়। আমরা ওদের ডুরান্ড কাপে আগের দুটো ম্যাচে খেলা দেখেছি, বেশ ভালোই খেলেছে ওরা। ওদের হারানো সহজ নয়। তবে আমরাও আত্মবিশ্বাসী আছি। আমাদের প্রস্তুতি একটা একটা ম্যাচ হিসেবেই করছি। আশা করছি ভালো ম্যাচ হবে আর তাঁদের হারাতে পারব। আমাদের দলও ভালোই খেলছে। আমাদের প্ল্যান একটাই নিজেদের সেরা ফুটবলটা খেলা। আমাদের ফুটবলাররা খেলা কন্ট্রোল করতে পারলেই ম্যাচ জিতব। এখানে ওদের কোনও একজন বা দুজন বিদেশীর বিরুদ্ধে ম্যাচ নয়। তাই পঞ্জাবের গোটা দলকে নিয়েই ভাবছি, কোনও একজন ফুটবলারকে নিয়ে ভাবছি না। '
আরও পড়ুন-ভারতের বিপক্ষে ৫-০ করব! বর্ডার গাভাসকর✨ ট্রফির আগে হুঙ্⛎কার মিচেল স্টার্কের!
বাগান কোচ আরও বলছ♋েন, ‘ম্যাকলারেন এই ম্যাচে খেলতে পারবে না। গ্লেন মার্টিনসের চোট রয়েছে, ওকেও পাওয়া যাবে না। আশিক কুরুনিয়ানেরও আরও কয়েকটা দিন লাগবে, তাই ওকেও এই ম্যাচে পাওয়া যাবে না। আমরা এখন নকআউটে রয়েছি। তবে আমাদের কাছে এখন সব ম্যাচই প্রস্তুতির জন্য। তবে আমরা সব ম্যাচেই জিততেই চাই। সব ম্যাচেই প্রতিপক্ষকে হারাতে চান। এটা আমাদের কাছে প্রস্তুতির বড় সুযোগ হলেও আমাদের কাছে ডুরান্ডের ম্যাচগুলো এখন নিজেদের প্রমাণ করা এবং 𝐆নিজেদের ভালো খেলার মঞ্চ, তাই সব ম্যাচই জিততে চাইব।’
আরও পড়ুন-স্🐼পিন খেলতে পারেনি, তাই শ্রীলঙ্কায় হেরেছে ভারত! সাফাই দিয়ে নয়া পরিলকল্পনার কথা বললেন দুশখাতে…
পঞ্জাব এফসির সঙ্গে এই ম্যাচ অবশ্য গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে, কারণ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল দল শিলং লাজংয়ের বিপক্ষে হেরে ছিটকে গেছে। সেখানে মোহনবাগান যদি এত তারকা সমন্বিত দল নিয়ে খারাপ খেলে তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরমেন্সও প্রশ্নের মুখে পড়বে। তাই ম্যাচ জিতে, সেমির ꧙দিকে একধাপ এগোনোর লক্ষ্যেই রয়েছে সবুজ মেরুন শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।