চলতি লিগে টানা সাতটি ম্যাচে অপরাজিত রয়েছে মোহনবাগান এসজি। আইএসএল ইতিহাসে এটিই তাদের সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার দৌড়। সাত ম♕্যাচে ১৯ পয়েন্টও এর আগে কখনও পায়নি কলকাতার দল। চারটি অ্যাওয়ে ম্যাচে তারা এ পর্যন্ত ১১ গোল করেছে। কিন্তু অ্যাওয়ে ম্যাচে তারা চারটির বেশি গোল খায়নি এই মরশুমে।
মুম্বই সিটিও এবার আইএসএলে টানা ৮টি ম্যাচে অপরাজিত। ৪টি ম্যাচ জিতেছে, চারটিতে ড্র করেছে। দিন চারেক আগেই মুম্বইয়ের ঘ♏রের মাঠে গিয়ে ড্র করে এসেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের রক্ষণ মুম্বইয়ের মুহুর্মুহু আক্রমণকে রুখে দিয়েছে। বুধবার কলকাতার আর এক প্রধানের মুখোমুখি হবে মুম্বই। আরব সাগরের তীরে মুম্বইকে আটকানোটা খুব সহজ কাজ হবে না মোহনবাগানের। বিশেষ করে যেখানে পরিসংখ্যানটাও বাগানের বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে সবুজ-মেরুন কখনও হারাতে পারেনি মুম্বই সিটিকে। দুই দল মু🦄খোমুখি হয়েছে মোট সাত বার। তার মধ্যে পাঁচ বার জিতেছে মুম্বই সিটি এফসি। দু’বার ড্র হয়েছে। এবারও লড়াইটা সহজ হবে না, সেটা ভালো ভাবেই জানেন বাগান কোচ জুয়ান ফেরান্দো।
মুম্বইꦡয়ে উড়ে যাওয়ার আগেই কলকাতায় সাংবাদিকদের ফেরান্দো বলেছেন, ‘গত ম্যাচে ওরা ড্র করলেও, প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে এবং অনেকগুলো সহজ সুযোগও পেয়েছিল। সে কথা মাথায় রেখেই নিজেদের তৈ🍌রি করছি আমরা। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি যথেষ্ট শক্তিশালী এবং বাইরের মাঠে খেলা সত্যিই কঠিন। আমাদের কাছে এটা একটা কঠিন চ্যালেঞ্জ।’
আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে বাগান জিততে না পারলেও, এই মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসি-কে হারিয়েছিল তারা। তবে সেই ম্যাচের সঙ্গে এবারের আইএসএলের ম্যাচের কোনও তুলনা চলে না বলেই মনে করেন বাগানের স্প্যানিশ কোচ। বলেছেন, ‘ডুরান্ড ক✤াপের ম্যাচের চেয়ে এই ম💮্যাচ একেবারে আলাদা। এখানে অন্য রকমের প্রতিদ্বন্দিতা। আমার দল নিয়ে আমি বরাবরই আত্মবিশ্বাসী। পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করা এবং তার উপযুক্ত পরিকল্পনা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে ভেবে লাভ নেই। ডুরান্ড কাপ ৩-৪ মাস আগে হয়ে গিয়েছে। ওরা ওদের কোচও বদলে ফেলেছে। তাই দু'টো ম্যাচের মধ্যে অনেক তফাৎ আছে।’
মুম্বই সিটি এফসি সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা অর🙈্জন করেছে, যে অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী করে তুলেছে বলে মনে করছেন ফেরান্দো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে 🎐খেলে এলে যে কোনও দলেরই উন্নতি হয়। মুম্বইয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুবিধা তো এটাই। তাই আইএসএলে সেই সুবিধাও পাচ্ছে ওরা।’
চলতি লিগে দুর্দান্ত 🔯ফর্মে রয়েছেন মুম্বইয়ের তারকা অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা গত ম্যাচে তাঁকে কড়া পাহাড়ায় রেখেছিলেন। সবুজ-মেরুন বাহিনীও সে রকমই কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামবে কি না, তা জানতে চাইলে ফেরান্দো বলেন, ‘প্রতিপক্ষের কোনও একজন খেলোয়াড়কে নিয়ে আলাদা করে বিশেষ পরিকল্পনা আমি কোনও দিনই করিনি। আমি পুরো দলকে নিয়ে পরিকল্পনা করি। নিজের দলের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। ওদের রক্ষণ ও আক্রমণের কথা মাথায় রেখে আমি আমার দলকে তৈরি করি। এটাই ফুটবল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।