এটিকে মোহনব🍸াগান কি সত্যিই মিস করবে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল? ꦬতবে এ বার আসরে নেমেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এটিকে মোহনবাগানকে এএফসি কাপে খেলার অনুমতি দেওয়ার জন্য ফিফার দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। পাশাপাশি তারা এএফসি-কেও অনুরোধ জানিয়েছে।
সবুজ🐽-মেরুনের সঙ্গে গোকুলম কেরালা এফসি-র মহিলা দলকে𝓡 এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়ার জন্যেও অনুরোধ করা হয়েছে। এমনিতে যা পরিস্থিতি তাতে, ফিফার নির্বাসন থাকায় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভারতের কোনও ক্লাব। সেই প্রেক্ষিতেই এই অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাসনের গেড়ো- AFC Cup-এ ATK MB-র কপাল পুড়লে, ভাগ্য খুল🌞বে বাংলাদেশের ক্লাবের
আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে নামার কথা রয়েছ✤ে এটিকে মোহনবাগানের। তবে সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। ফিফার নির্বাসন বহাল থাকলে, এই ম্যাচ খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। তবে ফিফা এবং এএফসি অনুমতি দিলে এটিকে মোহনবাগানকে খেলতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: কেন নির্বাসিত AIFF? এর💜 জন্য কী সমস্যায় পড়বেন ছেত্রীরা? কতটা সঙ্কটে EB-MB?
গোকুলমের অবস্থা আরও খারাপ। ফিফার নির্ব๊াসন ঘোষণার আগেই তারা ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে উজবেকিস্তানে। এখনও সেখানে আটকে রয়েছে। ২৩ এবং ২৬♐ অগস্ট দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে উজবেকিস্তানে ভারতের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
গোকুলম দলের কোনও অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। গোকুলমের দলের ম্যানেজারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ র🐲াখা হচ্ছে। তবে💖 আদৌ গোকুলমের মেয়েরা ম্যাচ খেলতে পারবে তো? তা নিয়ে তীব্র সংশয় রয়েই গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।