কলকাতা লিগের মতো ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টেই কিনা ম্যাচের সেরার পুরস্কারমূল্য মাত্র ২ হাজার টাকা! এই নিয়ে ময়দান জুড়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। চতুর্দিকে সকলে কটাক্ষ করছে। লজ্জায় মত নত🐻 হয়🍃েছে কলকাতা ফুটবলের। এবার সেই লজ্জার হাত থেকে কলকাতার ফুটবল কিছুটা রক্ষা করার জন্য আসরে নামলেন মোহনবাগান কর্তারা।
ইতিমধ্যেই তারা আলাদা করে ম্যাচের সেরার পুরস্কার দেওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। আইএফএ-র পাশাপাশি আপাতত নিজেদের ম্যাচগুলোতে, যাঁরা সেরা ফুটবলার নির্বাচিত হবেন, তাঁদের আলাদা করে পুরস্কার দেওয়ার কথা ভা🐟বছে বাগান কর্তারা🐼। বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ইতিমধ্যেই এই পুরস্কার দেওয়ার প্রস্তাব এসেছে তাঁর কাছে।
আরও পড়ু✤ন: গোলের খরা কাটাল ইস্টবেঙ্গল, খুলল জয়ের খাতা꧙, ৪-২ হারাল পুলিশকে
প্রস্তাবটি আসলে কী? সবুজ-মেরুন কর্তারা চাইছেন, আইএফএ-র🐻 দু'হাজার টাকার পাশাপাশি, ক্লাবের পক্ষ থেকে তাদের ম্যাচের দিনগুলোতে আলাদা করে দশ হাজার টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হোক ম্যাচের সেরা ফুটবলারের হাতে। যদিও পুরো বিষয়টি আপাতত ভাবনাচিন্তার স্তরেই রꦐয়েছে।
দেবাশিস দত্তের দাবি, ‘আমরা খুব দ্রুত কর্মসমিতির বৈঠক ডেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আমা💟র কাছে এইরকম আলাদা করে ম্যাচের সেরা পুরস্কার দেওয়ার প্রস্তাব এসেছে। বৈঠকে সিদ্ধান্ত হলে নিশ্চয় আমরা এই পদক্ষেপ নিতে পারি। তবে এটা ঠিক যে দু’হাজার টাকা করে একটা ফুটবলার যদি সেরার পুরস্কার পায়, তাহলে লিগের সম্মান নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।’
আরও পডꦆ়ুন: মায়ামিতে কত নম্বর জার্সি পরে খেলবেন মেসি? কত টাকা মাইনে পাবেন আমেরিকায়
রবিবার ম্যাচ প্রধান অতিথি হিসাবে মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। পঞ্চায়ের ভোটের চাপের জন্য আর্জেন্তিনার গোলকিপার এমি মার্টিনেজের সঙ্গে দেখা করা হয়নি রাজ্যের ক্রীড়♑ামন্ত্রীর। রবিবার মার্টিনেজের সই করা গ্লাভস অরুপ বিশ্বাসের হাতে তুলে দেন সবুজ-মেরুন কর্তারা। এদিকে রবিবার মাঠে এসেছিলেন মোহনবাগান সভাপতি টুটু বসুও। তিনি দলের খেলা দেখে খুশি। মোহনবাগান কলকাতা লিগে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই গোলের ফোয়ারা ছুটিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।
এদিকে ডুরান্ডে কোন দল খেলবে জানতে চাওয়া হলে, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘যে দলটা কলকাতা লিগে খেলছে সেটাকে রিজার্ভ দল বলছি না। এটা আমাদের সাপ্লাই লাইন। এই দলটাই মূল দল হবে। এর সঙ্গে কিছু ফুটবলার যোগ হতে পারে। তবে এটা বলতে পারি ডুরান্ডেরꦦ সময় যে ফুটবলাররা সেরা অবস্থায় থাকবে, তারাই খেলবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।