শুভব্রত মুখার্জি:- ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। আর তারপরেই কেমন যেন বদলে গিয়েছে ডার্বির সমীকরণ। যে ডার্বিতে দীঘদিন মোহনবাগানকে হারাতেই হিমশিম খাচ্ছিল ইস্টবেঙ্গল দল। গত বছর ডুরান্ড কাপে সেই ছবিটা💦 পালটে দিয়েছিল ইস্টবেঙ্গল। নতুন বছরে অর্থাৎ নয়া মরশুমের প্রথম ডার্বিতে সেই ধারাই বজায় রাখল ইস্টবেঙ্গল দল। ৩-১ গোলের ব্যবধানে তারা উড়িয়ে দিল মোহনবাগানকে। তবে ম্যাচ হারলেও দলের ফুটবলারদের সমালোচনার পথেই হাঁটলেন না কোচ ক্লিফোর্ড মিরান্ডা। উলটে ডার্বি হারলেও দলের ফুটবলারদের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন মিরান্ডা।
উল্লেখ্য, সুপার কাপের পরেই মোহনবাগানের দায়িত্ব নেবেন আন্তোনিয়ো হাবাস লোপেজ। সহকারীর ভূমিকায় দেখা যাবে মিরান্ডাকে। সুপার কাপের ডার্বিতে হেরে প্রতিযোগিতা থেক📖ে বিদায় নিতে হয়েছে মোহনবাগানকে। তবে ম্যাচ হারলেও ফুটবলারদের লড়াইয়ে খুশি মোহনবাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা। দলের ফুটবলারদের প্রশংসা করছেন তিনি।
ম্যাচ শেষে মিরান্ডা জানিয়েছেন, দলের অনেক ফুটবলার অনভিজ্ঞ। ডার্বির মতো ম্যাচে তারপরেও তাঁরা যা খেলেছেন তাতেই খুশি তিনি। মিরান্ডা বলেন, ‘ম্যাচ হারলে ও আম𝄹ার কোনও ফুটবলার বা কার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমি দলের পারফরম্যান্সে খুশি। দলে একাধিক ফুটবলার তরুণ ছিল। ডার্বির চাপ ওদের পক্ষে সামলানো মুখের কথা নয়। তারপরেও ওরা যা খেলেছে, যে লড়াইটা লড়েছে তাতে আমি খুশি। ওরা নিজেদের সবটা উজাড় করে দিয়েছে। আমরা হেরেছি ঠিকই কিন্তু লড়াই করেছি। তাই কারও প্রতি আমার কোনও অভিযোগ নেই।’ আর যে ব্যাখ্যার পর প্রশ্ন উঠেছে, যে দলে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুরা আছে, সেই দলে অনভিজ্ঞতা কোথা থেকে আসে? কয়েকজন তরুণ খেলোয়াড় ছিলেন। সকলে তো তরুণ ছিলেন না। নাকি স্রেফ কোটি-কোটি টাকার ফ্লপ বিদেশিদের (জেসন কামিন্স বা আর্মান্দো সাদিকু ফ্লপ) বাঁচাতে তারুণ্যকে অজুহাত হিসেবে ব্যবহার করলেন মোহনবাগান কোচ?
প্রসঙ্গত শুক্রবার ম্যাচে পেনাল্টি নষ্টের ফল ভুগতে হয়েছে মোহনবাগানকে। মিরান্ডা সেটা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছিলেন, ‘আগের দুই ম্যাচে আমরা ๊পিছিয়ে থেকে জিতেছিলাম। আজকের ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। গোল খাওয়ার পরপরেই ফের এগিয়ে যেতে পারতাম। কিন্তু পেনাল্টি নষ্ট করেছি আমরা। যার খেসারত আমাদের দিতে হয়েছে। পাশাপাশি আমরাও সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকম হত। এই ম্যাচে যে ভুল করেছি, সেখান থেকে শিক্ষা নিতে চাই। ফিরে গিয়ে ফুটবলারদের সঙ্গে বসব। যে ভুল করেছি, তা যাতে পরের ম্যাচে না হয়, সেই চেষ্টা করব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।