আইএসএল মরশুম শুরুর আগেই মোহনবাগান সুপার জায়ান্টকে খেলতে হবে ডুরান্ড এবং এএফসি কাপ। বলা ভালো এই দুটি টুর্নামেন্ট প্রায় একই সময়ে চলবে। ফলে দুই টুর্নামেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলা যে বেশ কঠিন তা বলার অপেক্ষা রাখে না। শুধু মোহনবাগান নয়, যে কোনও দলের কাছে একই সময়ে দুটি টুর্নামেন্ট খেলা কঠিন কাজ। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব🎐 গোয়েঙ্কা জানিয়ে দিলেন তারা কোন টুর্নামেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
মঙ্গলবার জেসন কামিংস এবং অনিরুদ্ধ থাপাকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করনে সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই নতুন মরশুমের জার্সি উন্মোচন করা হয়। শুধু তাই নয়, সেখানেই একাধিক প্রসঙ্গ উঠে আসে। সেই সাংবাদিক সম্মেলনে সঞ্জীব গোয়েঙꦯ্কাকে জিজ্ঞাসা করা হয়, এএফসি এবং ডুরান্ড একই সময় চলবে। এই দুই টুর্নামেন্টের মধ্যে তারা কোনটিতে গুরুত্ব দিচ্ছেন? জবাবে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'একই সময় দুটি টুর্নামেন্ট চলবে। একসঙ্গে দুটি টুর্নামেন্টে খেলা সত্যি খুব কঠিন কাজ। তবে আমরা এই দুই টুর্নামেন্টকেই সমান গুরুত্ব দিচ্ছি। আমাদের কাছে যেমন এএফসি কাপ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে ডুඣরান্ডের। ফলে আমরা দু'দিকেই তাল মিলিয়ে চলব।'
দুই টুর্নামেন্টকে গুরুত্ব দিলেও দল নামানোর ক্ষেত্রে কোচের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে বলছেন গোয়েঙ্কা। তিনি বলেন, 'এক সঙ্গে দুটি টুর্নামেন্টকেই আমরা গুরুত্ব দিচ্ছি। ফলে দল গঠন কীভাবে হবে তা পুরোপুরি ঠিক করবে কোচ জুয়ান ফেরান্দো। সে ভালো করেই জানে কীভাবে দল নামাবে সে। কোচের সিদ্ধান্তে আ🔴মরা কোনও ভাবেই হস্তক্ষেপ করি না। যে ভাবে সে দল নামাতে চাইবে সেভাবেই নামাবে। ইতিমধ্যেই সে পরিকল্পনাও সেরে ফেলেছে।'
যদিও কামিংস এএফসি নিয়ে কিছু বলতে চাননি। তবে বাগানে সই করার পর তিনি জানিয়ে দিয়েছিলেন, আইএসএলের পাশাপাশি তিনি গুরুত্ব দিচ্ছেন এএফসি কাপে। যদিও এদিন তিনি কিছু বলেননি। তবে কলকাতা ফুটবলের উত্তার ভালো মতো টের পেয়েছেন এই বিশ্বকাপার। কারণ তিনি যেদিন কলকাতা শহরে পা রাখে🅷ন, তখন মধ্যরাত। কিন্তু তখনও কলকাতা বিমান ব🤪ন্দরে বাগান সমর্থকদের দেখা যায়। তাদের প্রিয় কামিংসকে বরণ করে নেন বাগান সমর্থকরা। ফলে কলকাতা ফুটবলের আবেগ কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।