♔ গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে মাঠের একটি অংশে ঘাস একেবারেই নেই। দূর থেকে যাতে তা না বোঝা যায়, সেই জন্য সেখানে সবুজ রং করে দেওয়া হয়েছে। এমনই ঘটনায় সাক্ষী থাকল গোটা ফুটবল। তাও আবার মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচের ঘটনা। মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস। আর সেই ম্যাচে দেখা যায় বসুন্ধরা কিং স্টেডিয়ামের মাঠের একাংশে ঘাস নেই বললেই চলে। যাতে সবার চোখ এড়িয়ে যায়, সেই জন্য সেই অংশে সবুজ রং ব্যবহার করেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
๊অনেকেই এই ঘটনায় বসুন্ধরা কিংসের পরিকাঠামো নিয়ে নানা মন্তব্য করতে থাকে। এই রকম মাঠে কেন এএফসি কাপের ম্যাচ দেওয়া হল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধরণের মাঠে ফুটবলারদের চোট আঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। বসুন্ধরা কিংসের মাঠের এমন পরিস্থিতি দেখার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসিকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের অভিযোগ, ম্যাচের আগের দিন এই মাঠেই অনুশীলন করতে গিয়ে চোট পান দিমিত্রি পেত্রাতোস। তারকা ফুটবলারকে দলে রাখতে পারেননি জুয়ান ফেরান্দো। তিনি যদি থাকতেন তাহলে ম্যাচের ফল অন্য হতেই পারত। এমনটাই মনে করে বাগান শিবির।
🌸এএফসি কাপের সেই ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে জঘন্য ফুটবল খেলে তারা। ফলে ২-১ ব্যবধানে সেই ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়া কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে ফেরান্দোর দলের কাছে। খুব একটা ভালো জায়গায় নেই সবুজ মেরুন। বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে হারের পরই সেখানকার মাঠের পরিকাঠামো নিয়ে অভিযোগ তুলেছে তারা। বাগান ফুটবলারদের অভিযোগ, মাঠের বিভিন্ন জায়গায় অসমান বাউন্স। মাটিতে সবুজ রং করা হয়েছে। দলের পাশে দাঁড়িয়ে ক্লাবও পদক্ষেপ করেছে। খারাপ মাঠের ছবি তুলে এএফসি-কে পাঠিয়েছে মোহনবাগান।
🎃শুধু তাই নয়, মাঠের সাইডলাইনের সঙ্গে গ্যালারির দূরত্ব এতটাই কম যে, টেকনিক্যাল এরিয়ায় বারবার ঢুকে পড়েছেন বসুন্ধরার সমর্থকরা। ম্যাচের পর মাঠে ঢুকে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে মোহনবাগান কোচ ফুটবলারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলেও অভিযোগ। অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। আর এই অভিযোগে এবার এএফসিকে চিঠি পাঠালো মোহনবাগান। আন্তর্জাতিক টুর্নামেন্টে মতো মঞ্চে এত বড় গাফিলতি কেন। পাশাপাশি যে মাঠে পরিকাঠামো নেই, সেখানে কেন ম্যাচ দেওয়া হল? এএফসির কাছে জানতে চেয়েছেন মোহনবাগান কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।