ক্যালেন্ডারের পাতাটা পাক্কা সাত বছর আগে নিয়ে যান। ২০১৬ সালের ১৯ জুন ইউরোতে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলবানিয়া। যা কোনও বড় টুর্নামেন্টে বলকান দেশের ইতিহাসে প্রথম জয় ছিল। আর সেই ঐতিহাসিক জয়টা কে এনে দিয়েছিলেন, কে গোল করেছিলেন, মনে আছে? সেই ঐতিহাসিক গোলদাতা আর্মান্দো সাদিকুকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এমনই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। তবে বিষয়টি নিয়ে আপাতত সবুজ-মেরুন কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। কোনও মন্তব্য করেবননি সাদিকুও। তাতে অবশ্য মোহনবাগান সমর্থকদের উন্মাদনায় ছিটেঁফোটা ভাঁটা পড়েনি। কারণ সংশ্লিষဣ্ট মহলের মতে, সাদিকু এসে গেলে মোহনবাগানের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। রয় কৃষ্ণারা যাওয়ার পর সবুজ-মেরুনের (সেইসময় এটিকে মোহনবাগান) আক্রমণভাগের গোলের সুযোগ হাতছাড়ার যে ‘রোগ’ ধরেছিল, তা অনেকটাই কেটে যাবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। আক্রমণভাগে সাদিকু, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাভোসের ত্রিভুজ তৈরি হবে।
সাদিকুর ইতিবৃত্ত
১৯৯১ সালের ২৭ মে এলবেসনে জন্মগ্রহণ করেন স🙈াদিকু। ডান পায়ে খেলতে পছন্দ করেন ৩২ বছরের সেন্টার ফরোয়ার্ড। একাধিক রিপোর্ট অনুযায়ী, আর্সেন🔜াল তথা সুইৎজারল্যান্ডের তারকা গ্রানিত জাকার সঙ্গে রক্তের যোগ আছে। সেইসঙ্গে তাঁর সঙ্গে রক্তের যোগ থাকা একাধিক খেলোয়াড়ও বিভিন্ন পেশাদারি লিগে খেলেছেন।
আরও পড়ুন: Mohun Bagan Transfer News- কাউকোর বিকল্প পেয়ে গেল মোহনবাগান? কথাবার্তা শুরꦅু স্প্যানিশ তারকার সঙ্গে
আপাতত স্পেনের ঘরোয়া লি𒊎গ লা লিগার দ্বিতীয ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাদিকু। ২০২২ সালের ১৭ জুলাই সেই ক্লাবে যোগ দেন। আগামী ৩০ জুন সেন্টার-ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে সাদিকু যে এই প্রথম স্পেনের কোনও ক্লাবে খেলেছেন, সেটা মোটেও নয়। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন সময় লেভন্তে, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলেছেন। তাছাড়াও আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, বলিভিয়া, তুরস্কের মতো দেশের ক্লাব দলের হয়ে খেলেছ💝েন সাদিকু।
আরও পড়ুন: অভিজ♓্ঞ প্রীতমের সঙ্গে কেরালার তরুণ ডিফেন্ডারকে অদলবদল করতꦓে চলেছে মোহনবাগান
তবে সাদিকুর কেরিয়ারের সম্ভবত সেরা মুহূর্ত দেশের জার্সিতেই এসেছিল। যে গোলের জন্য পুরো বিশ্বে পরিচিতি পেয়েছিলেন। ফ্রান্সের লিঁওতে ইউরোতে গ্রুপ ‘এ’-র ম্যাচে রোমানিয়ার বি﷽রুদ্ধে ৪৩ মিনিটে গোল করেছ💛িলেন সাদিকু। ব্যাকপোস্টে ক্রস পেয়েছিলেন। রোমানিয়ার ডিফেন্সের হাহাকারের মধ্যে বলটা গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন। যা ইউরো তো বটেই, কোনও বড় টুর্নামেন্টের আলবানিয়ার প্রথম গোল ছিল। আর স্বভাবতই সেই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিল পুরো আলবানিয়া। ম্যাচের শেষে সেই উচ্ছ্বাসের মাত্রা আরও বেড়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।