Indian Football Transfer News: মোহনবাগান ছেড়ে এবার ওড়িশার পথে পা রাখতে চলেছেন লিস্টন কোলাসো। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে সম্ভবত সবুজ মেরুন জার্সিতে আর খেলতে দেখা যাবেꦉ না লিস্টন কোলাসোকে। গোয়ার এই তারকাকে সই করাতে চলেছে ওড়িশা এফসি। সালগাঁওকারের যুব দল থেকে উঠে এসেছেন লিস্টন কোলাসো। অনূর্ধ্ব ১৮ পর্যায়ে তাঁর দুরন্ত পারফরমেন্স এফসি গোয়ার হয়ে আইএসএল খেলার সুযোগ করে দেয়। কয়েক বছর এফসি গোয়াতে কাটিয়ে তিনি রেকর্ড পরিমাণ অর্থে হায়দরাবাদ এফসিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই তিনি এটিকে মোহনবাগানে আসেন।
গত মরশুমে সবুজ মেরুন জার্সিতে একেবারেই ছন্দে ছিলেন না লিস্টন কোলাসো। কয়েক মরশ🔴ুম আগেও লিস্টনই ছিলেন আইএসএলের সব থেকে দামি ভারতীয় ফুটবলার। রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে গোয়া থেকে কলকাতায় নিয়ে এসেছিল মোহনবাগান। ২০২১-২২ মরশুমে ভারতীয়দের মধ্যে লিস্টনই ছিলেন সর্বাধিক গোলদাতা। কিন্তু ২০২২-২৩ মরশুমে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেꦡননি লিস্টন। তাঁর পরিবর্তে বেশিরভাগ ম্যাচেই আশিক কুরিয়ানকে খেলান ফেরান্দো।
সূ্ত্রের খবর, গত মরশুমের শেষ দিক থেকেই ওড়িশা লিস্টনের সঙ্গে কথা বলতে শুরু করেছে। জানা গিয়েছে অবশেষে লিস্টন তাতে সম্মতি দিয়েছেন। তবে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন লিস্টন কোলাসো। খুব দ্রুতই সরকারিভ🐼াবে এই চুক্তির ঘোষণা করা হতে পারে। এই মরশুমে সবুজ মেরুনের জার্সিতে সুযোগ পাওয়ার সম্ভবনা কম বুঝেই নতুন দলে যেতে চাইছেন লিস্টন কোলাসো। আসলে বেশির ভাগ ম্যাচ টাইম চাইছেন কোলাসো।
সবুজ-মেরুন জার্সি গায়ে প্রথম মরশুমেই দারুণ সাড়া জাগিয়েছিলেন লিস্টন কোলাসো। আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোল করেছ✱িলেন। সামনের মরশুমে আর সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না এই গোয়ানিজ তারকা꧑কে। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে ওড়িশা এফসি–তে সই করতে চলেছেন লিষ্টন কোলাসো। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে ওড়িশা এফসি।
২০২১–২২ মরশুমে হায়দারাবাদ এফসি থেকে রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে লিস্টন কোলাসোকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান। সেই মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই গোয়ানিজ মিডফিল্ডার। মাঝমাঠে খেললেও গোল করার ব্যাপারে তাঁর দারুণ দক্ষতা ছিল। ক্লাবꦡের হয়ে সেই মরশুমে আইএসএলের সব ম্যাচেই মাঠে নেমেছিলেন। তাঁর নামের পাশে ছিল ৮ গোল। কিন্তু ২০২২–২৩ মরশুমে নিজেকে সেভাবে মেলে ধরতে প❀ারেননি লিস্টন কোলাসো। শোনা যাচ্ছে দল বদলে নিজের ছন্দ ফিরে পেতে চান কোলাসো। শোনা যাচ্ছে বছরে ২.২ কোটি টাকার বিনিময়ে কোলাসোর সঙ্গে চুক্তি করতে চলেছে ওড়িশা এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।