বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গনে বিচারপতি অসীম কুমার রায় নতুন আধিকারিক এবং কর্মসমিতির নাম ঘোষণা করলেন।🍷 মোহনবাগানের সহ-সচিব হলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ উত্তম সাহা। অর্থসচিব, ফুটবল-সচিব, ক্রিকেট-সচিব, হকি-সচিব এবং টেনিস-সচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মুকুল সিংহ, স্বপন বন্দ্যোপাধ্যায়, মহেশ কুমার টেকরিওয়াল, শুভাশিস পাল এবং সন্দীপন বনꦦ্দ্যোপাধ্যায়। টেনিস, হকি-সহ যে বিভিন্ন খেলার সঙ্গে মোহনবাগান ক্লাব জড়িত, সেই অতীত গৌরব ফিরিয়ে আনবে বলে প্রতিশ্রুতি দিলেন মোহনবাগানের কর্মসমিতির নতুন আধিকারিকরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দত্ত জানিয়েছেন কলকাতা লিগ-সহ সমস্ত স্থানীয় প্রতি𒐪যোগিতায় খেলতে চায় মোহনবাগান। দেবাশিস দত্ত বলেন,‘গত বার আমরা কলকাতা লিগ খেলতে পারিনি কোভিডের জন্য। এ বার খেলব। শুধু তাই নয়, মোহনবাগানের প্রথম দলই খেলবে। কারণ এই ক্লাব দ্বিতীয় দলে বিশ্বাস করে না। আমরা বিজয়ী হওয়ার জন্য খেলি, অংশগღ্রহণ করার জন্য নয়। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড-আইএফএ শিল্ড সমস্ত প্রতিযোগিতায় আমরা অংশ নিতে চাই।’
আগামী ৩০ মার্চ ক্লাবের কর্মসমিতির প্রথম বৈঠক হতে চলেছে। সেখানেই সভাপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে। অতীত গৌরব ফেরানোর দিকটি বিশেষ🌠 ভাবে লক্ষ্য দিচ্ছেন কর্মসমিতির নতুন আধিকারিকরা। কলকাতা লিগ, কন্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান।সচিব হয়েই জানিয়ে দিলেন দেবাশিস দত্ত। অতীতে ক্লাবের হকি দল সুনাম অর্জন করেছিল। অ্যাথলেটিক্স দলও বিখ্যাত ছিল। সেই গৌরব ফিরিয়ে আনতে চান দেবাশিস দত্ত।
সমর্๊থকদের জন্য আপাতত দু’টি সদস্য কার্ড রয়েছে। তার বদলে একটিই কার্ডের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যাতে সদস্যপদের নবীকরণ করতে অনলাইনে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। এ ছাড়া প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাবের গেটের নামকরণ করার কথাও ভাবা হচ্ছে। বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক হয় দেবাশিস দত্তের। সেখানেই তিনি প্🃏রস্তাব দেন শিলিগুড়িতে মোহনবাগানের নামে একটি রাস্তা তৈরি করা হবে। গৌতম সরকারি ভাবে একটি চিঠি লিখে প্রস্তাব দিতে বলেছেন।
ক্লাবের জিমকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন নতুন যন্ত্র বসানো হচ্ছে। এটিকে মোহনবাগানের প্রথম দলে যে সমস্ত ফুটবলার রয়েছেন, তাঁরা ক্লাবে এসেই জিম করবেন। এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলা হবে সল্টলেক স্টেডিয়ামে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত হকি লিগের জন্য মোহন🐼বাগান মাঠ ব্যবহৃত হবে। তার পরে মাঠ খুঁড়ে ফেলে নতুন করে তৈরি করা হবে যাতে আগামিদিনেꦗ এটিকে মোহনবাগান দল এই মাঠে এসে অনুশীলন করতে পারে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বারাসতে অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত একটি অ্যাকাডেমি খুলতে চায় মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।