কয়েক সপ্তাহ আগেও আইএসএলের বিষয়ে তেমন কিছু জানতেন না। শেষপর্যন্ত মোহনবাগানের (চলতি মরশুম থেকে নাম মোহনবাগান সুপার জায়েন্টস) ১৩৩ বছরের ঐতিহ্যের টানে সেই লিগ খেলতেই ভারতে আসছেন আর্মান্দো সাদিকু। আর ইতিহাসের প্রতি সাদিকুর যে বাড়তি আবেগের জায়গা আছে, সেটা আলবানিয়ার তারকা কেরিয়ার দেখলেই বোঝা যাবে। কারণ ২০১৬ সালের ইউরো নিজের দেশ আলবানিয়াকে জিতিয়ে ইতিহাস♐ গড়েছিলেন। যা বড় কোনও ট෴ুর্নামেন্টে বলকান দেশের প্রথম জয় ছিল এবং ইউরোর মঞ্চে আলবানিয়ার প্রথম গোল ছিল। সেই পরিস্থিতিতে সাদিকু জানান, মোহনবাগানের ১৩৩ বছরের ইতিহাস দেখেই কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই ক্লাবের জার্সি পরে প্রচুর খেতাব জিততে চান। ধরে রাখতে চান আইএসএল খেতাব।
আরও পড়ুন: Mohun Bagan Transfer News: জল্⛎পনায় সিলমোহর, অনিরুদ্ধ থাপা এলে🐻ন সবুজ-মেরুনে
মোহনবাগান সুপার জায়েন্টসে যোগ দেওয়ার পর সাদিকু বলেন, ‘১৩৩ বছরের ক্লাবে অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। যখন মোহনবাগান আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি তখন লিগের (আইএসএল) বিষয়ে খোঁজখবর নিই। সত্যি কথা ব🍬লতে মাত্র এক স🌌প্তাহের মধ্যে আমায় রাজি করিয়ে ফেলে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ। আর আমি এখানে এসে গেলাম।’
আলবানিয়ার জার্সিতে আপাতত যাঁরা খেলেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সাদিকু আরও বলেন, ‘আমি মোহনবাগানের সোনালী ইতিহাসের বিষয়ে আমি পড়েছি। আশা করছি যে সতীর্থদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে খেতাব ডিফেন্ড করতে পারব এবং আসন্ন মরশুমগুলিতে দলকে আরও সাফ🧸ল্য এনে দিতে পারব।’ সঙ্গে আলবানিয়ার ফরোয়ার্ড জানিয়েছেন, বর্তমানে স্পেনেও ভারতীয় ফুটবল নিয়ে বিস্তর আলোচনা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।