মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ডুরান্ড কাপের হাত ধরেই। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে, অগস্টের ১২ তারিখ হবে মরশুমের প্রথম ডার্বি। যদি এখনও পর্যন্ত ডুরান্ড কাপের চূড়ান্ত ক্রীড়াসূচি সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। তবে ডুরান্ডের খসড়া সূচ꧒ি পাঠানো হয়েছে প্রতিটি ক্লাবকে। সেই সূচি অনুযায়ী ১২ অগস্ট বিকেল ৪.৪৫ মিনিটে যুবভারতীতে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান।
কিন্তু ডার্বির দিনক্ষণ নিয়েই আপত্তি তুলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথমে যে ক্রীড়াসূচির খসড়া ক্লাবগুলিকে পাঠানো হয়েছিল, তাতে প্রথমে ১১ অগস্ট যুবভারতীতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। কিন্তু পরে সেটা এক দিন পিছিয়ে ১২ অগস্ট করা হয়েছে। এ দিকে সবুজ-মেরুন ব্রিগেডের এএফসি কাপের ম্যাচ ১৬ অগস্ট। ডার্বি আর এএফসি কাপের ম্যাচের মাঝে মাত্র পুরো তিন দিন হাতে থাকবে বাগানের। তাও ডার্বি✤র পর দিন সেই রেশ কাটাতে আর রিহ্যাবেঅ চলে যাবে। হাতে থাকবে মাত্র দু'দিন। যেটা এএফসি কাপের ম্যাচের আগে পর্যাপ্ত সময় বলে মনে করছে না টিম ম্যানেজমেন্ট। যে কারণে অস্বস্তিতে পড়ে গিয়েছে বাগান ব্রিগেড। প্রসঙ্গত, আগামী ৩ অগস্ট থেকে শুরু হওয়ার কথা ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা।
আরও পড়ুন: ডুরান্ডে একই গ্রুপে ইস্ট-মোহন, জানা গেল মরশুমের প্রথ🐻ম ডার্🐻বির দিনক্ষণও
কলকাতা প্রিমিয়ার লিগে অনূর্ধ্ব-২৩ দল খেলালেও, ডুরান্ডে সিনিয়র দলই খেলাতে চায় মোহনবাগান। কিন্তু ডার্বির দিন নিয়েই যত সমস্যা তৈরি হয়েছে। একেই ডার্বি ম্যাচ। ঐতিহ্য এবং সম্মান জড়িয়ে। পাশꦇাপাশি আবার দলের প্রধান প্লেয়াররা ডার্বিতে চোট পেয়ে গেলে, এএফসি কাপে সমস্যায় পড়বে দল। তাই সবুজ-মেরুনের জন্য বিষয়টি বেশ ঝুঁকির বলে মনে করা হচ্ছে। তবে এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে রাজি নয় বাগান কর্তারা। তারা ডুরান্ডের চূড়ান্ত সূচি প্রকাশ হও🀅য়ার পরেই, সিদ্ধান্ত নেবেন। মোহনবাগানের সমস্যা থাকলেও, ইস্টবেঙ্গলের তরফে এখনও কোনও সমস্যার কথা জানা যায়নি। তাই ধরে নেওয়া হচ্ছে, ১২ অগস্ট ডার্বি খেলতে কোনও আপত্তি নেই তাদের।
আরও💖 পড়ুন: মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি হলেন ম্যান ইউনাইটেডের প্রাক্তন তারকা
গত বারের মতো এবারও ডুরান্ডে একই গ্রুপে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ সার্ভিসেস এবং রাউন্ডগ্লাস পাঞ্জাব। খসড়া সূচি অনুযায়ী ৬ আগস্ট ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। সেই ম্য়াচটি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচই ডার্বি। লাল-হলুদের তৃতীয় ম্যাচটি ১৯ অগস্ট রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে। তবে এই ম্যাচ নিয়ে আপত্তি তুলেছে ইস্🐽টবেঙ্গল। কারণ গ্রুপের ম্য়াচটি ম𓃲োহনবাগান মাঠে পড়েছে। আর মোহনবাগান ক্লাবে গিয়ে খেলতে একেবারেই রাজি হচ্ছেন না লাল হলুদ কর্তারা। তাঁরা স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন। সে ক্ষেত্রে ভেন্যু বদলালে, ম্য়াচটি যুবভারতীতে নিয়ে যাওয়া হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।