ব্যাক টু ব্যাক দুটো প্রতিযোগিতার ফাইনালে হেরে হতাশ মোহনবাগান সুপার জায়ান্টসের অধিনায়ক শুভাশিস বোস। আইএসএলের নকআউটের ফাইনালে এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়ে তাঁদের বিরুদ্ধে হারতে হয়েছিল শ🥀ুভাশিসদের। ফের ডুরান্ড কাপের ফাইনালেও তাঁদের হারতে হয় নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। মুম্বইয়ের মতো শক্তিশালী দল🐷ের বিরুদ্ধে হার তাও মেনে নেওয়া গেলেও নর্থইস্টের বিরুদ্ধে ডুরান্ড ফাইনালে হারটা কিছুতেই যেন হজম হচ্ছে না মোহনবাগান সমর্থকদের। না হওয়াটাই স্বভাবিক।
প্রথমার্ধে মোহনবাগানের ফুটবল দেখে চোখ জুড়িয়ে গেছিল, সেখানে দ্বিতীয়ার্ধে পেত্রাতোসদের খেলা দেখতে সমর্থকদের কার্যত মুখ লুকিয়ে নেওয়ার ꦆঅবস্থা হয়েছে, আর তার জেরেই এবার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাগান অধিনায়ক শুভাশিস বোস। নিজেও মিস করেছিলেন পেনাল্টি, দায় নিয়েই তাই ক্ষমা চাইলেন বাগান অধিনায়ক।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর সিরিজ জিতবে ভারতই! ফল হবে ৩-১… র𒐪োহিতদের হয়ে ভবিষ্যদ্বাণী সানির…
শুভাশিস দলের হারের জন্য সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করলেও তাঁর অবশ্য এক্ষেত্রে খুব দোষও দেখছেন না কেউ। কারণ কোচের অদ্ভূত স্ট্র্যাটেজি বাগানের জেতা ট্রফি হাতছাড়া করেছে যুবভারতীতে। বিরতিতে সাহালকে বসিয়ে পেত্রাতোসকে ন🦋ামানোর সিদ্ধান্ত মেনে নেওয়া গেলেও আলবার্তো রদ্রিগেজকে বসানোর কোনও প্রয়োজন হয়ত ছিল না। এছাড়াও মোহনবাগান গোল হজম করছে দেখার পরেও আক্রমণাত্মক ফুটবলার গ্রেগ স্টুয়ার্টকে বসিয়ে অভিষেক সূর্যবংশীকে নামান মোলিনা, যিনি ডিফেন্সিভ মিডিয়ো। ম্যাচে বিশাল কাইথ বেশ কয়েকಞবার ভুল করে ফেলেছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে নিজের চেনা ছন্দে তিনি ছিলেন না। সেটা নির্ধারিত ৯০ মিনিটে বুঝে উঠতে না পেরে খেলা টাইব্রেকারে নিয়ে যেতে গেলেন, যেখানে ম্যাচ ৫০-৫০ হয়, আর সেখানেই হারতে হল বাগানকে।
আনোয়ারহীন ডিফেন্সে বড় ভরসা শুভাশিস। তবে তিন ডিফেন্ডার নিয়ে নর্থইস্টের বিপক্ষে খেলা বাগানের রক্ষণ ছিল একেবারে বাজে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে শুভাশিসের পিছন থেকে গোল হলেও তাঁর কিছুই করার ছিল না। কারণ তিনি নিজেই পজিশনে ছিলেন না। সেন্ট্রাল ডিফেন্সে কভার করতে এসেছিলেন। কোচের স্ট্র্যাটেজিতে বাগান ডিফেন্সে ফাঁকফোকর তৈরি হলেও আদ্যপ্রান্ত ম🦹োহনবাগানি শুভাশিস কিন্তু সত্যিকারের নেতার মতোই সমর্থকদের কষ্টটা বুঝলেন।
আরও পড়ুন-ইমপ্যাক্ট প্লেয়ার 💦নিয়ে ভিন্ন মেরুতে রোহিত-জাহির🐼!জোড়া বাউন্সার নিয়ে দ্রুত সিদ্ধান্ত
সোশাল মিডিয়ায় শুভাশিস মোহনবাগানের ছবি পোস্ট করে লিখেছেন,♉‘এইভাবে ডুরান্ড কাপ অভিযান শেষ করবো তা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমরা সকলে। আমি পুরো দলেཧর তরফ থেকে মেরির্নাস তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। তোমরা যেভাবে আমাদের সকলকে সমর্থন করেছো তা এককথায় অসাধারন এবং এই ভাবে চির্য়াস করার জন্য আপনাদের ধন্যবাদ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।