আত্মঘাতী গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়ল ইউরো ২০২০। এর আগের সমস্ত ইউরো কাপ মিলিয়ে যতগুলি আত্মঘাতী গোল হয়েছিল, এবার একটি সংস্করণই সেই সম্মিলিত সংখ্যাকে ছুঁয়ে ܫফেলে। দেখে নেওয়া যাক ক্রোয়েশিয়া বনাম স্পেন ম্যাচের কয়েকটি উল্লেখযোগ্য নজির-
১. এর আগে ইউরোর সবক'টি আসর মিলিয়ে মোট ৯টি আত্মঘাতী গোল হয়। এবার ইউরো ২০২০-তে ইতিমধ্যেই ৯টি আত্মঘাতী গোল হয়ে গিয়েছে। সুতরাং, আগের সবগুলি আসরের মিলিত রেকর্ড ছুঁয়ে ফেলে🌼ছে ইউরো ২০২০।
২. ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটের মাথায় পেদ্রো ৪৯ গজ দূর থেকে বল বাড়িয়েছিলেন উনাইকে। তবে তিনি বল ধ﷽রতে না পারায় আত্মঘাতী গোল হয়। ইউরোর ইতিহাসে সবথেকে দূর থেকে নেওয়া শটে এটি আত্মঘাতী গোলের রেকর্ড। এই প্রথম কোনও আত্মঘাতী গোল হল বক্সের বাইরে থেকে।
৩. ৩১ বছর ৩০৪ দিন বয়সে অ্যাপিলিকুয়েতা স্পেনের হয়ে কেরিয়ারের প্রথম গোল করেন। স্পেনের হয়ಞে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি বয়সে গোল🍬 করার রেকর্ড এটি।
৪. ইউরো কাপেཧর ইতিহাসে🌳 স্পেনই একমাত্র দল, যারা পরপর দু'টি ম্যাচে ৫টি করে গোল করে।
৫. আলভারো মোরাতা ইউরোয় এই নিয়ে ৫টি গোল করলেন, স্পেনের হয়ে যা যুগ্ম সর্বোচ্চ। ফার্নান্দো তোরেসও ইউরোয় ৫টি গোল করে🅰ছেন স্পেনের হয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।