সন্তোষ ট্রফির জন্য বাংলার দল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সেখানে ইস্টবেঙ্গল-মহামেডানের ফুটবলারদের নাম থাকলেও একজনও মোহনবাগানের ফুটবলারের নাম নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলꦓার তথা মোহনবাগানের ইয়ুথ ফুটবল সেক্রেটারি মানস ভট্টাচার্য। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী বুধবার কার্যকরী কমিটির বৈঠক শেষে এনিয়ে IFA-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এই সবুজ-মেরুন কর্তার প্রশ্ন, ‘আপনি খোঁজ নিয়ে দেখুন আমাদের ক’জন ফুটবলারকে সন্তোষ ট্রফির জন্য ডাকা হয়েছে। এবার তো দল নির্বাচন করেছে IFA। তারা যদি আমাদের ফুটবলারদের নাই পছন্দ ক♑রেন তাহলে কী করে তারা গিয়ে খেলবে?’
এবার বাংলার কোচ হয়েছেন সঞ্জয় সেন। তবে দল গঠনের ক্ষেত্রে বা মোহনবাগানের ফুটবলারদের না ডাকার বিষয়ে তাঁর ভূমিকা দেখতে পাচ্ছেন না মানস ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমার প্রশ্ন সেটা নয়। ফুটবলারদের ডেকেছে IFA, সঞ্জয় সেন নয়।’ বিগত কয়েক বছরে সন্তোষ ট্রফিতে বাংলার ফল খুবই খারাপ। এর দায় কার, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এবিষয়ে মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘বাংলার ফুটবলে আর আগের গৌরবের জায়গায় নেই। সেই দায়িত্বটা প্রা𓃲থমিকভাবে মোহনবাগান বা অন্য ক্লাব নেবে না। সুতরাং যারা নিয়ামক সংস্থা তাদের কাছেই এই প্রশ্নটা করা উচিত।’ বাংলার ফুটবলের সার্বিক ব্যর্থতার দায় IFA-এর উপর চাপান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘আমাদের ইয়ুথ ডেভলপমেন্টের লক্ষ্য ট্রফি জয় নয়, আমাদের লক্ষ্য হল ক’জন ফুটবলার জুনিয়র টিম থেকে সিনিয়র টিমে যায় সেটা দেখা। বাংলার দল সন্তোষ ট্রফিতে বাছাই পর্ব থেকে আর এগোতেই পারছে না।’
দেবাশিষ দত্ত জানান, সন্তোষ ট্রফির ব্যর্থতার কারণে খুঁজে বের করার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস IFA সচিব অনির্বান দত্তকে তিন প্রধানের শীর্ষ কর্তাকে নিয়ে কমিটি গঠন করে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ, IFA সচিব সেই কমিটি গঠন করেননি। অন্যদিকে প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগান সহ সচিব সত্য🧸জিৎ চট্টোপাধ্যায় দাবি করেন, বাংল💎ার ফুটবলের অবনতির দায় শুধু ক্লাবগুলোর নয়, সকলের। তবে বিষয়টি নিয়ে মোহনবাগানের দিকে পাল্টা আঙ্গুল তুলেছেন IFA সচিব অনির্বান দত্ত। তিনি বলেন, ‘সব ক্লাবকেই ফুটবলার বাছাই করে ট্রায়ালের জন্য পাঠাতে বলে ঠিঠি পাঠানো হয়েছিল, মোহনবাগানকেও পাঠানো হয়। এখন তারা এরকম কথা কেন বলছে আমি বলতে পারব না। ওরাই ফুটবলার পাঠায়নি।’
এছাড়াও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়েও মুখ খুলেছেন IFA সচিব। তিনি বলেন, ‘উনি যা বলছেন তা আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ ক্রীড়ামন্ত্রী বলেছিলেন কোচ নির্বাচনের জন্য তিন প্রধানের পরামর্শ নিতে। আমরা সেটা করতে পারিনি। কারণ IFA-র সংবিধান অনুযায়ী কোচ নির্বাচনের জন্য বিশেষজ্ঞ কমিটি রয়েছে। এর বাইরে আলাদা কোনও কমিটি গঠন করলে তা আইন বিরুদ্ধ কাজ হতো। তবে আমার মনে হয় না সঞ্জয় সেনকে নিয়ে কেউ প্রশ্ন তুলবে। তবে হ্যাঁ বাংলার ফুটবলের ব্যর্থতার দায় আমরা অস্বীকার করতে পারি না। যেখানে যেখানে সমস্যা রয়েছে সমাধান করার চেষ্টা করছি।’ অনির্বান দত্ত মোহনবাগান সচিবকে পাল্টা নিশানাও করে বলেন, ‘উনি গভর্নিং বডির সদস্য। যদি ফুটবলের উন্নতির স্বার্থে কিছু বলার থাকে তবে বৈঠকে এসে বলুক। আমার কার্যকালে ওঁনাকে একবারও বৈঠকে উপস্থিত হতে দেখিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।