কাতার বিশ্বকাপের মাঝেই ফুটবল ব🎀িশ্বকে চিন্তায়𝐆 ফেলে দিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ব্রাজিলের কিংবদন্তি। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বহু দিন। এরই মধ্যে ফের হাসপাতালে ভর্তি করতে হল ৮২ বছরের তারকাকে।
জানা গিয়েছে, হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পেলে। সূত্রের খবর, তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হাসপাতালে ভর্তির কোনও কথা ছিল না পেলের। এমনিতে চিকꦫিৎসার জন্য তাঁকে মাঝেমাঝেই হাসপাতালে ভর্তি হতে হয়। সেটা চিকিৎসারই অঙ্গ। কিন্𒀰তু মঙ্গলবার সে রকম কোনও সূচি ছিল না।
আরও পড়ুন: হেরেও শীর্ষে ফ্রান্স, নকআউটে অজিরা,ছিটকে গেল ডেনমার্ক-তিউনিশ🧸িয়া
হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাও পাওলোর একটি হাসপা🀅তালে নিয়ে যেতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কিংবদন্তিকে যখন 🌼আনা হয় তাঁর গোটা শরীর ফুলে ছিল। গলা দিয়ে খাবার নামছে না। এমনকী হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। কাজ করছে না কেমোথেরাপিও। সব মিলিয়ে বিশ্বকাপের মাঝে ব্রাজিলিয়ান কিংবদন্তির শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ফুটবল বিশ্ব।
ভর্তির সময় পেলের সঙ্গে ছিলেন স্ত্রী মার্সিয়া আওকি এবং তাঁর নার্স। হাসপাতালের তরফেও বলা হয়েছে, বহু বার ভর্তি করা হলেও পেলেও গোটা শরীর ফুলে যাওয়া এই প্রথম। ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, হৃদযন্ত্꧅রের সমস্যার কথা বলেছেন মেডিকেল স্টাফরা। শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে এসেছিলেন পেলে। কেমোথেরাপিও কাজ করছে না।
আর𒐪ও পড়ুন: সবার রঙে রঙ মিশাতে রাজি হল FIFA, ব🃏িশ্বকাপে উঠল রামধনু নিষেধাজ্ঞা
ইনস্টাগ꧅্রামে বাবার অসুস্থতার খবর দিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্টো। তবে দাবি করেছেন, এখনই আতঙ্কিত হয়ে পড়ার মতো কিছু হয়নি। ইনস্টাতে তিনি লিখেছেন, ‘আমি জানি আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে সবাই চিন্তিত। বাবা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমার কয়েক জন ভাই-বোন ব্রাজিলে যাচ্ছে। এখন এমারজেন্সি পরিস্থিতি। তোমাদের চিন্তা এবং ভালবাসার জন্য ধন্যবাদ।’
২০২১ সালের সেপ্টেম্বর মাসে কোলন টিউমার অপারেশনের পর বেশ বহু দিন ইন্টেনসিভ কেয়ারে ছিলেন পেলে। বাড়ি ফিরলেও নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করতে ♊হত। তবে মঙ্গলবার সাও পাওলোর অ্যালবার্ট আইনস্ট🔴াইন হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বনির্ধারিত ছিল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।