আইএসএল শুরুর দুদিনের মধ্যেই ফের এক বিদেশি ডিফেন্ডারকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্টসಞ দল। মেলবোর্ন সিটি এফসিতে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে খেলা ডিফেন্ডারই এবার খেলতে আসছেন সবুজ মেরুন শিবির। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে পর্তুগালের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার নুনো রেইসকে সপ্তম বিদেশি হিসেবে সই করালো সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন আগেই জল্পনা ছড়িয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ফুটবলার সই করতে পারেন মহমেডানে। এরই মধ্যে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসদের দিয়ে তাঁকে বুঝিয়ে সুজিয়ে রাজি করে ফেলে মোহনবাগান কর্তারা। নুনো কথা দিয়ে দেন মোহনবাগানে আসার। শেষ পর্যন্ত সই পর্ব মিটতেই তার নাম সরকারিভাবে ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। দীর্ঘদিন মেলবোর্ন সিটি এফসিতে খেলার পাশাপাশি জিতেছেন অজি লিগও।
আরও পড়ুন-জার্সি-টিফোয় নায়ক ✃বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভা꧃লোবাসায় ভরালেন ক্লাবের সমর্থকরা…
মোহনবাগানের এবারের রক্ষণভাগ একদমই ভালো খেলছে না,সেটা ডুরান্ড কাপ থেকেই দেখা যাচ্ছে। ভারতীয় ডিফেন্ডার হিসেবে আনোয়ারের দল ছাড়াও চাপ বাড়িয়েছে বাগানের। টম আলদ্রেড এবং আলবার্তো রদ্র💦িগেজকে নেওয়া হলেও রদ্রﷺিগেজ খুব চোট প্রবণ ফুটবলার। এদিনে ম্যাকলারেনের প্রাক্তন সতীর্থ নুনো সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি খেলতে পারেন ডিফেন্সিভ মিডিয়ো হিসেবেও, যেই জায়গায় মোহনবাগানের ভালো ফুটবলারের অভাব রয়েছে। সেই কারণেই ফ্রান্স, বেলজিয়ামে সুনামের সঙ্গে ক্লাব ফুটবল খেলা এই ডিফেন্ডারকেই সই করিয়ে ফেলল মোহনবাগান।
আরও পড়ুন-আনোয়ার মামলা শুনানির সময় গা⛎ড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গꦑলবারই সিদ্ধান্ত?
পর্তুগালের যুব দলের এক সময়ের অধিনায়ক ছিলেন নুনো। খেলেছেন ৭৫টি ম্যাচে। মোহনবাগানে যোগ দিয়ে তিনি বললেন, ‘আমার কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল, কলকাতার এক ক্লাবও প্রস্তাব দিয়েছিল। তবে মোহনবাগানে খেলা আমার বন্ধুদের থেকে জানতে পেরেছি যে এই ক্লাব সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জ🔯ন্য খেলে। দলের ๊মানসিকতা সব সময়ই চ্যাম্পিয়নদের মতো। সেই কারণেই মোহনবাগানে খেলার সিদ্ধান্ত নিয়েছি,যত দ্রুত সম্ভব দলে যোগ দেওয়ার চেষ্টা করব। সমর্থকদের আবেগের কথাও শুনেছি ’।
আরও পড়ুন-ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোℱড়া ম্যাচে হার বালাজি-রামকুমারꦦের! সুইডেন ২, ভারত ০
পর্তুগালের এই ফুটবলারেরই মহমেডান স্পোর্টিংয়ে যোগ দেওয়ার কথা চলছিল। কিন্তু শেষ মূহূর্তে গিয়ে বাজিমাত করে গেল মোহনবাগান। তবে তাঁর দলে যোগ দেওয়ায় মোহনবাগানের রক্ষণভাগ কতটা জমাট হয় সেদিকে নজর থাকবে।༒ তবে মোলিয়া এতদিনে ভালোভাবেই বুঝে গেছেন এই মোহনবাগান ডিফেন্স নিয়ে অন্তত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করা সম্ভব নয়, তাই দ্রুত সপ্তম বিদেশি সই করালো তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।