শুভব্রত মুখার্জি
🙈প্রিমিয়র লিগে শনিবাসরীয় ম্যাচে টানটান উত্তেজনার লড়াইয়ের পরে ব্রাইটন রুখে দিল লিভারপুলকে। পাশাপাশি সহজ জয়ে পুরো পয়েন্ট নিশ্চিত করল চেলসি এবং আর্সেনাল। আর শনিবার ম্যাচ জিতে পাশাপাশি লিগ তালিকায় শীর্ষে উঠে এল আর্সেনাল।
প্রিমিয়র লিগের শুরু থেকেই ধারাবাহিক ভাবেই ভালো পারফরম্যান্স করে আসছে আর্সেনাল। তারা আরও একটি দারুণ পারফরম্যান্স উপহার দিল শনিবার রাতে। টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন গ্♚যাব্রিয়েল জেসুস। আর্সেনালের হয়ে বাকি গোল দু'টি এসেছে থমাস পার্টি এবং গ্রানিট জাকার পা 🤪থেকে। ফলে বড় ব্যবধানে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে নিজেদের জায়গা সুদৃঢ় করল আর্সেনাল।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়র লিগের ম্যাচে ৩-১ গোলে জিতল তারা। ম্যাচের ২০ মিনিটে দূর থেকে রকেট গতির শটে গোল করেন ঘানার ফুটবলার থমাস পার্টি।ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি পায় টটেনহ্যাম। সফল স্পট কিকে থেকে সমতা ফেরান হ্যারি কেন। এই গো🗹লটি করে প্রিমিয়র লিগে প্রথম ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে গোলের সেঞ্চুরি স্পর্শ করলেন কেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আলগা বল ধরে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে শট নিয়ে গোল করতে ভুল করেননি জেসুস। ৬২তম মিনিটে প্রতিপক্ষের গাব্রিয়েল মার্টিনেল্লিকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেখে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমেরসন। একজন ফুটবলার কমে যাওয়ার পরে এর পর আর লড়াই করতে পারেনি টটেনহ্যাম।
আরও পড়ুন: ৯ গোলে জয় লিভারপুলের, প্রিমিয়র লিগে জিতল ম্꧑যান ই🍌উ, সিটি, চেলসিও
পাঁচ মিনিট পরেই আর্সেনালের হয়ে সুইস মিডফিল্ডার জাকা গোল করে গানার্সদের জয় নিশ্চিত করে। আট ম্যাচে সাতটি জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্সেনাল। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থা🅠নে ম্যাঞ্চেস্টার সিটি। এক ম্যাচ কম খেলেছে পেপ গুয়ার্দিওলার দল। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে থাকল টটেনহ্যাম।
নিজেদের মাঠে শুরুত🧔ে দুই গোলে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করে লিভারপুল দল । যদিও তারা ম্যাচ জিততে পারেনি। তবুও এক রুদ্ধশ্বাস ড্র করে তারা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ৩-৩ ফলে ড্র করে তারা। ম্যাচের শেষ দিকে গোল হজম করে ড্র করতে হল লিভারপুলকে। রোমাঞ্চ এবং উত্তেজনায় ঠাঁসা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। অ্যানফিল্ডে শনিবার প্রিম𒅌িয়র লিগের এক জমজমাট ম্যাচের সাক্ষী থাকল ফুটবল সমর্থকরা।
ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেন ব্রাইটনের লিয়ান্দ্রো ট্রোসার্ড। লিভারপুলের হ🥃য়ে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো। অন্য গোলটি ব্꧂রাইটনের অ্যাডাম ওয়েবস্টারের আত্মঘাতী গোল।
এই ড্রয়ের ফলে লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল জুরগেন ক্লপের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ক্লপের ছেলেরা। ২৭ দিন পর লিগ ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। সেই 🧜ম্যাচও ৩-৩ ড্র।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। ড্যানি ওয়েলবেকের পাস বক্সে পেয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের শটে গোল করেন ট্রোসার্ড। ১৮ মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে ফের বাঁ পায়ের শটে নিজের এবং দলেরꦿ দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ট্রোসার্ড। ৩৩ মিনিটে সালাহ গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
আরও পড়ুন: ফিরছে পুরনো খিদღে, আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে ফের ‘ড্রিমস’ শুরু ম্যান ইউয়ের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।