রবিবার প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস সব লড়াই হয়েছে। হয়েছে অবাক করে দেওয়া ফলও। ছয় গোলের ম্যাচে যেমন টটেনহ্যামের কাছে আটকে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আবার সাত গোলের ম🥃্যাচে ফুলহ্যামকে হারিয়েছে লিভারপুল। হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছে চেলসিও। ৩-২ হারিয়েছে ব্রাইটনকে। তাও স্ট্যামফোর্ড ব্রিজে ৪৫ মিনিটে কোনোর গ্যালাঘার লাল কার্ড দেখার পরে।
সিটিকে আটকে দিল টটেনহ্যাম
রুদ্ধশ্বাস উত্তেজনার রোমাঞ্ಞচকর লড়াই। ইতিহাদে ম্যাঞ্চেস্টার সিটি-টটেনহ্যামের ম্যাচ অবশ্য ড্র হয়ে যায়। ৩-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে থাকল নিষ্ফলা। আত্মঘাতী গোল থেকে শেষ মুহূর্তে গোল হজম- সব মিলিয়ে পেপ গুয়ার্দিওলার টিমের শেষটা ভালো হল না। একরাশ হতাশা নিয়ে রবিবার মাঠ ছাড়েন সিটির প্লেয়াররা।
ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে প্রথম গোলটি দিয়েছিল টটেনহ্যাম। তবে সেটি ছিল আত্মঘাতী। ম্যাচের ছ’মিনিটে সন ইউং-মিনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। সেটা বড় ধাক্কা ছিল টটেনহ্যামের কাছে। কিন্তু তিন মিনিটের মধ্যেই নিজের ভুল শুধরে ১-১ করেন সন ইউং-মিন। তবে ৩১ মিনিটে ফিল ফডেন ফের এগিয়ে দেন সিটিকে। বিরতিতে ২-১ এগিয়ে থেকে মাঠ ছাড়ে সিটি। তবে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে সেই গোলও শোধ করে দেন জিয়োভানি লো সেলসো। ৮১ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে ফের এগিয়ে যায় সিটি। যখন মনে হচ্ছিল, তিন পয়েন্ট নিয়েই এবার মাঠ ছাড়বে ম্যাঞ্চেস্টার সিটি, টানা দুই ড্রয়ের পর সিটিজেনরা যখন প্রিমিয়ার লিগে জয়ের ফেরার স্বপ্ন দেখছে, ঠিক তখনই ম্যাচের ৯০ মিনিটের মাথায় গোল করেন দেজান কুল♍ুসেভস্কি। রবিবার চূড়ান্ত ব্যর্থ আর্লিং হালান্ড। পাঁচ বার বিপক্ষ গোল লক্ষ্য করে শট নিয়ে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি।
টানা তিন হারের 🀅পর টটেনহ্যাম অবশেষে ড্র করে পয়েন্ট পেল। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে জায়গা 𝓡পেল তারা। অন্যদিকে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানো সিটি নেমে গিয়েছে পয়েন্ট তালিকার তিনে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট সিটির।
জিতল লিভারপুল
রবিবার রাতেই প্রত্যাবর্তনে🔯র আরও একটি দুরন্ত গল্প লিখে ফেলল লিভারপুল। ফুলহ্যামকে ৪-৩ গোলে হারিয়ে লিভারপুল উঠে এসেছে দুইয়ে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট ক্লপের দলের। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবলের 🎶১৪তম স্থানে জায়গা পেয়েছে ফুলহ্যাম।
অ্যানফিল্ডে লিভারপুল প্রথম গোলটি প🌺ায় ফুলহ্যামের সৌজন্যে। খেলার ২০ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের গোꦏলরক্ষক বার্নড লেনো বল পাঠান নিজেদের জালে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। মিনিট চারেক পরই ফুলহ্যামের হয়ে সমতা ফেরান হ্যারি উইলসন।
আরও পড়ুন: পাঁচে ৫ মো🐈হনবাগানের, হায়দরাবাদকে হারিয়ে তিনে উঠল সবুজ-মেরুন
হাফ টাইমের আগে হয় আরও দুই গোল। একটি লিভারপুলের অন্যটি ফুলহ্যামের। ম্যাচের ৩৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের অসাধারণ এক🅺 গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। কিন্তু এই উৎসবও বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ফুলহ্যাম। হাফ টাইমের বাঁশি বাজার আগেই সমতা ফেরায় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কেনি টেটে বল জালে জড়ালে স্কোর হয় ২-২।
দ্বিতীয়ার্ধে আর গোলের মুখ খুলত পারছিল নꦆা কোনও দল। অ𓃲বশেষে ৮০ মিনিটে ববি ডি করডোভা রেইডের গোলে প্রথম বারের মতো এগিয়ে যায় ফুলহ্যাম। কিন্তু ৭ মিনিট পরেই লিভারপুলের ওয়াটারু এন্ডো গোল করে প্রথমে ৩-৩ করেন। পরের মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
জয় পেল চেলসিও
এদিকে একই সময়ে স্ট্যামফোর্ড ব্রিজে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ব্রাইটনকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে চেলসিও। এঞ্জো ফার্নান্ডেজের জোড়া গোলের হাত ধরে দুরন্ত জয় পায় চেলসি। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না। এঞ্জো প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি করেন ১৭ ম🍸িনিটে। চার মিনিট পরে লেভি কলউইল ব্যবধান করেন ২–০। ৪৩ মিনিটে ব্রাইটনের হয়ে ফাকিন্দো বুয়ানানোতে এক গোল করলেও, ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে জয়ের দিকে নিয়ে যান এঞ্জো। শেষ দিকে ম্যাচের ইনজুরি টাইমে ব্রাইটনের জোয়াও পেদ্রো এক গোল শোধ করলেও, চেলসি মা♕ঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়ে। ১৪ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে জায়গা করে নিল চেলসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।