শুভব্রত মুখার্জি: ক্রীড়াজগতে বর্ণবৈষম্যের ছায়া দীর্ঘদিনের। বর্ণ🔥বাদের সমস্যা কর্কট রোগের মতন গ্রাস করেছে ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্রকে। সম্প্রতি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও উঠেছে এই অভিযোগ। ফুটবলের মাঠও এর ব্যতিক্রম নয়। যেখানে বর্ণবৈষম্যের অভিযোগে গ্রেফতার হতে হয়েছে পিএসজির বর💖্তমান কোচ ক্রিস্তফ গালতিয়েরকে। পাশাপাশি গ্রেফতার হতে হয়েছে তাঁর পুত্রকেও। আপাতত পুলিশ হেফাজতেই থাকতে হচ্ছে গালতিয়ের এবং তাঁর ছেলেকে।
প্রসঙ্গত গালতিয়েরের এই কৃতকর্ম কিন্তু পিএসজির কোচ থাকাকালীন করেননি। ঘটনা ঘটেছিল তার আগেই। ফরাসি ক্লাব নিসের কোচ থাকাকালীন সময়ে বর্ণবৈষম্যের অভিযোগ উ🧸ঠেছে ক্রিস্তফার গালতিয়েরের বিপক্ষে। আর এই কারণেই পিএসজি কোচকে পুলিশ হেফাজতে নেওয়ার হয়েছে। যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফরাসি সংবাদ মাধ্যমের তরফে। উল্লেখ্য সর্বশেষ মরশুমে পিএসজির কোচের দায়িত্বে ছিলেন গালতিয়ের। তার ১ বছর আগে ফ্রান্সের অপর ক্লাব নিসের কোচ ছিলেন তিনি। অভিযোগটা ওই সময়ে হওয়া ঘটনা নিয়ে।
ক্রিস্তফার গালতিয়ের এবং তাঁর𝐆 দত্তক নেওয়া ছেলে জন ভালোভিচ গালতিয়েরকে শুক্রবার সকালে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ৬২ বছর বয়সি গালতিয়ের উপদেষ্টা হিসেবে পিএসজিতে কাজ করেন ভালোভিচ। এরপরেই পুলিশ তাদেরকে অফিসিয়ালি গ্রেফতার দেখায় জিজ্ঞাসাবাদের কারণে। নিসে ঘটে যাওয়া বর্ণবাদের অভিযোগ নিয়ে অনুসন্ধানকারী তদন্ত টিম এই দুজনকে তলব করেছিল। তদন্তকারীরা গ্রেফতার হওয়া ব্যক্তিদের কেবলমাত্র ২৪ ঘন্টার জন্য আটকে রাখতে পারবেন। এর মধ্যে তাদের হয় ছেড়ে দিতে হয় না হলে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করতে হয়। এক্ষেত্রে দ্বিতীয় ঘটনাই ঘটেছে। প্রসঙ্গত গালতিয়ের ও তাঁর ছেলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন নিসের স♋্পোর্টিং ডিরেক্টর জুলিয়োঁ ফুহনিয়ে। নিসের দায়িত্বে থাকার সময় গালতিয়ের ‘বৈষম্যমূলক, বর্ণবাদী ও ইসলামোফোবিক মন্তব্য’ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও গালতিয়ের এবং তাঁর ছেলে ভালোভিচ এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।