শঙ্করলাল চক্রবর্তীর কোচিংয়ে পঞ্জাব এফসি রবিবার বার্মিংহ্যামে নেক্সট জেনারেশন কাপে ইতিহাস লিখে ফেলল। তারা তৃতীয় স্থান নিশ্চিত করতে, টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। এদিন🌞 পঞ্জাব এফসি ২-০ গোলে অ্যাস্টন ভিলা এফসি-কে হারিয়ে, তৃতীয় স্থান ছিনিয়ে নিল তারা। এর আগে তারা হারিয়েছিল এভারটনকে।
রিলায়েন্স ফাউন🧸্ডেশন ইয়ং চ্যাম্পের পর তারা দ্বিতীয় ভারতীয় দল যারা নেক্সট জেনারেশন কাপের একক সংস্করণে দু'টি ইংলিশ প্রিমিয়ার লিগের দলকে পরাজিত করল। পঞ্জাব এর আগে এভারটন এফসিকে পরাজিত করার পর, অ্যাস্টন ভিলাকেও রবিবার⭕ হারায় পঞ্জাব। যে কারণে তৃতীয় স্থানের খেলার জন্য তারা যোগ্যতা অর্জন করল।
আরও পড়ুন: আনোয়ারের ট্রান্সফারের ওপর স্থগিতাদেশ পেল মোহনবাগান, পরবর্তী শুনানি🃏 ১০ অগস্ট
আগের ম্যাচে এভারটনকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল পঞ্জাবের তরুণ ব্রিগেড। এদিনও ম্যাচের শুরু থেকে মাটি কামড়ে লড়াই করতে শুরু করে শঙ্করলাল চক্রবর্তীর টিম। ম্যাচের ১৩ মিনিটের মাথায় এর ফলও পায় পঞ্জাব। মহম্মদ সুহেল অসাধারণ ড্র📖িবল করে বল বাড়িয়ে দেন ওমাংকে। বক্সে তিনি বল নিয়ে ঢুকতেই বাধা দেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার। পেনাল্টি বক্সের ভিতর ফাউল করে বসেন সেই ড🀅িফেন্ডার। যার ফলে ভারত পেনাল্টা পায়। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ম্যাংলেথাং কিপগেন।
শঙ্করলালের দল ম্যাচের ৩৫তম মিনিটে দ্বিতীয় গোল করে। গোলটি হয় মূলত অ্যাস্টন ভিলার ডিফেন্ডারের ভুলে। তাদের ডিফেন্ডারের মাথ🦩া ছুঁয়ে বল চলে আসে ওমাং দোদুমের কাছে। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো অপেক্ষা করছিলেন তিনি। সামনে শুধু গোলকিপারকে পেয়ে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন। সেখান থেকে আর ফিরতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আরও পড়ুন: তেকাঠির তলায় শক্তি বাড়াতে এবার যুব বিশ𒆙্বকাপে খেলা গোলকিপার☂কে সই করাল মোহনবাগান
নিঃসন্দেহে পঞ্জ༒াবের এই জয়ের পিছনে শঙ্করলাল চক্রবর্তীর বড় ভূমিকা রয়েছে। বাঙালি কোচের ক্ষুরধার মস্তিষ্কের সৌজন্যেই এই সাফল্য পঞ্জাবের দলটির। ম্যাচের পর শঙ্কর বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা প্রতিটি খেলার সঙ্গে সঙ্গে তাদের পারফরম্যান্সের উন্নতি করছে। এটি একটি বড় প্রমাণ যে, আরও এক্সপোজার ট্রিপ ওদের দক্ষতাকে আরও সূক্ষ্ম ভাবে তৈরি করবে এবং দল হিসাবে ব্যক্তিগত এবং যৌথ উভয় স্তরেই তাদের বিকাশে সহায়তা করবে।’
এদিকে ইস্টবেঙ্গল তাদের অভিযান শেষ করেছে ক্রিস্টাল প্যালেসের হাতে ৭-১ লজ্জাজনক হারের হাত ধরে। ক্রিস্টাল প্যালেস তো বলে বলে গোল দিয়েছে লাল-হলুদকে। সেই সঙ্গে ইস্টবেঙ্গল এই কাপে অষ্টম স্থানে তাদের অভিযান শেষ করে। আরও একটি ভারতীয় দল, মুথুট এফএ ১-৬ এভারဣটনের কাছে হেরে বসে থাকে। তারা ষষ্ঠ স্থানে থেকে তাদের অভিযান শেষ করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।