সবুজ-মেরুন শিবিরে এই প্যাচপ্যাচে গরমেও বসন্তের হাওয়া বইছে। ফুরফুরে হয়ে উঠেছে মোহনবাগান সমর্থকদের মন। এর পিছনে রয়েছে দু'টি বড় কারণ। একটি🦄 তো বহু দিনের আন্দোলনের ফল🐻। অন্যটি হল, বাগান সাফল্যের বড় মাইলস্টোন স্পর্শ করল।
বুধবারই জানা গিয়েছে, এটিকে মোহনবাগান এ বার থেকে হয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাব। বোর্ড মিটিংয়ে এটি অনুমোদিতও হয়ে গিয়েছে। তার পর বুধবার জানানো হয়েছে, ১ জুন থ𝔍েকে আর থাকবে না এটিকে ট্যাগ।
এর পাশাপাশি আবার এ দিন বাগানের জুনিয়র ব্রিগেড ইংলিশ পไ্রিমিয়ার লিগের দলকে রুখে দিয়ে সꦆকলকে চমকে দিয়েছে। এই দুইয়ে মিলেই এখন বাগান জুড়ে উচ্ছ্বাসের জোয়ার।
আরও পড💮়ুন: ক্রিকেটের পর ফুটবলেও- ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান দ্বৈরথ
বুধবার নভি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপের উদ্বোধনী ম্যাচেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গো♑লে ড্র করে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে উঠেছিল। খেলার একেবারে শুরুতেই লিড নেয় সবুজ মেরুন। ম্যাচের ১০ মিনিটেই সুহেলের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এই গোলের পর, গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন: জুꦐলাইয়ের শুরুতেই মোহনবাগানে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার
ম্যাচের ৩৩ মিনিটে আবার সুযোগ আসে সবুজ মেরুনের সামনে। শিবাজিতের শট একটুর জন্য বাইরে না গেলে, ব্যবধান আরও বাড়তে পারত। দুই উইং দিয়ে ক্রমাগত আক্রমণ উঠতে থাকে মোহনবাগান ফুটবলাররা। ম্যাচের ৩৮ মিনিটে, ডানপ্রান্ত দিয়ে কিয়ান নাসিরি দ্রুতগতিতে উপরে উঠে এসে মাইনাস করার চেষ্টা করেন। যদিও সেই বলকে তালুবন্দী করেন ওয়েস্টহ্যাম গোলরক্ষক ম্যাসন টেরি। ম্যাচের প্রথমার্ধে গোলের সুযোগগুলো নষ্🗹ট না হলে হয়তো জিতেই মাঠ ছাড়তে পারত বাগানের জ🍸ুনিয়ররা।
প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ ফলে। ৩৩ মিনিটে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় শিবাজিতের শট। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় ওয়েস্ট হ্যাম🧜। সিন তারিমাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। বিরতির ঠিক পরপরই সমতা ফেরাতে পারত ইপিএলের ক্লাব। কিন্তু ম্যাচের ৫০ মিনিটে রেগান ক্লেইটনের স্পট কক রুখে দেন মোহনবাগানের গোলকিপার আর্শ আনোয়ার। গোলের নীচে অনবদ্য পারফরম্যান্স সবুজ মেরুনের কিপারের। কিন্তু লাগ🦋াতার আক্রমণ করতে থাকে ওয়েস্ট হ্যাম। অবশেষে সাফল্যও মেলে। ম্যাচের ৬৪ মিনিটে ১-১ করে ওয়েস্টহ্যাম। অবশেষে লজ্জার হাত থেকে বাঁচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।