কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাল ক্রোয়েশিয়া। গতবার ফাইনালে হেরেছিল ক্রোয়েশিয়ার দল। একই সময়ে, ২০১৪ সাল থেকে ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারেনি। তারা শেষবার ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে হেরেছিল। এবারেও সেমিফাইনালে উঠতে পারল না ব্রাজিল।
নেইমারের গোলে ১-০তে এগিয়ে রয়🌜েছে ব্রাজিল। এখন দেখার ক্রোয়েশিয়া কি সমতায় ফিরতে পারবে?
09 Dec 2022, 10:50 PM IST
১০৫ মিনিটের খেলা শেষ
১০৫ মিনিটের খেলা শেষ হয়ে গেল। নেইমারের গোলে এগিয়ে র⭕য়েছে ব্রাজিল। এখন বাকি ১৫ মিনিটে কী 💫হয় সেটাই দেখার।
09 Dec 2022, 10:47 PM IST
গোলললল
এক্সট্রা টা🍰ইমের অতিরিক্ত সময়ে নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল। পেলের রেকর্ডের সমান হল নেইমারের গোলের রেকর্ড। ১০৫+
09 Dec 2022, 10:29 PM IST
শুরু শেষ ৩০ মিনিটের লড়াই
৯০ মিনিটেও ম্যাচের ফ꧂ল পাওয়া গেল না। এবার বাকি ৩০ মিনিটের দিকে তাকিয়ে সকলে। শুরু এক্সট্রা টাইমের ম্যাচ।
09 Dec 2022, 10:25 PM IST
দ্বিতীয়ার্ধের খেলা শেষ
৯০ ♊মিনিটেও গোলের দেখা নেই, এবার ম্যাচ হবে🅘 আরও ৩০ মিনিট। দেখার শেষ ৩০ মিনিটে গোল হয় কিনা, নাকি টাইব্রেকারে ম্যাচ গড়ায়।
09 Dec 2022, 10:19 PM IST
৯০ মিনিটেও গোলের দেখা নেই
৯০ মিনিটেও গোলের দেখা নেই, ৪ মিন൩িটের অতিরিক্ত সময়। দেখার খেলা কোন পথে যায়।
09 Dec 2022, 10:08 PM IST
দুরন্ত লিভাকোভিচ
একের পর এক সেভ করছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কখনও পাকেটা, কখন🎉ও নেইমার, সব সময়ে দারুণ সেভ করছেন লিভাকোভিচ।
09 Dec 2022, 09:54 PM IST
৬৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৬৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। দুই দ𒀰লই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল। কোনও দলই এখনও গোলের কꩵরতে পারেনি।
09 Dec 2022, 09:42 PM IST
৫৫ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৫৫ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের করতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু ꦰশেষ পর্যন্ত সাফল্য পায়নি ༒কোনও দল।
09 Dec 2022, 09:38 PM IST
শুরু দ্বিতীয়ার্ধ
প্রথমার্ধ গোলশূন্য 🧸থাকার পরে এবার শেষ ৪৫ মিনিটের দিকে তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।
09 Dec 2022, 09:17 PM IST
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, এখনও গো🐽ল করতে পারেনি কোনও দল। এখন দে♕খার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে যায়।
09 Dec 2022, 09:09 PM IST
৩৮ মিনিট: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
৩৮ মিনিটের খেলা শেষ, খেলার ফল এখনও গোল👍শূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারেনি। দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনও দল।
09 Dec 2022, 08:52 PM IST
ব্রাজিলের দুরন্ত আক্রমণ
ম্যাচের ২০ মিনিটে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়ারের✨ দুরন্ত আক্রমণ। ক্রোয়েশিয়ার উপর চাপ তৈরি করেছে ব্রাজিল।
09 Dec 2022, 08:44 PM IST
ইভান পেরিসিচের মিসসস
ম্যাচের ১৩ মিনিটে দারুণ আক্রম করল ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচ গোলের মুখ খুলে ফেলেছিল। কিন্তু 🃏একটু ভুলের জন্য সফল হল না ক্রোয়েশিয়া।
09 Dec 2022, 08:41 PM IST
১০ মিনিটে: ব্রাজিল-০, ক্রোয়েশিয়া-০
১০ মিনিটের খেলা শেষ, খেলার 🎃ফল এখনও গোলশূন্য। কোনও দলই এখনও গোলের মুখ খুলতে পারেনি। সেভাবে গোলের কাছে পৌঁছাতে পারেনি কোনও দল।
09 Dec 2022, 08:31 PM IST
শুরু ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল
৯০ মিনি𓂃টের লড়াই-এ দেখা যাবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল পৌঁছায়।
09 Dec 2022, 08:29 PM IST
ইউরোপের দলগুলোর বিরুদ্ধে ব্রাজিলের খারাপ রেকর্ড
২০০২ সালের ফাইনালে জার্মানিকে পরাজিত করার পর থেকে নকআউট ম্যাচে ই🦄উরোপীয় দলের বিপক্ষে ব্রাজিলের 💦রেকর্ড খারাপ ছিল। ফ্রান্স ২০০৬ সালে, নেদারল্যান্ডস ২০১০ সালে, জার্মানি ২০১৪ সালে এবং বেলজিয়াম ২০১৮ সালে ছিটকে যায়। এর মধ্যে তিনবার তিনি কোয়ার্টার ফাইনালে (২০০৬, ২০১০, এবং ২০১৮) বাদ পড়েছিল। ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানি তাদের পরাজিত করেছিল।
09 Dec 2022, 08:18 PM IST
সকলকে স্বাগত জানাই
হ্যালো, আপনাদের HT বাংলার লাইভ ব্লগে স্বাগত জানাই। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়ার চ্যালেঞ্জ। গতবার ফাইনালে হেরেছিল কไ্রোয়েশিয়ার দল। একই সময়ে, ২০১৪ সাল থেকে ব্রাজিল সেমি꧂ফাইনালে উঠতে পারেনি। তারা শেষবার ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে হেরেছিল।